নিজস্ব প্রতিবেদন: বিবাহবার্ষিকীতে রোম্যান্টিক মুডে গব্বর। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস নয়, বরং কলম হাতে 'প্রেমের পদ্য' লিখলেন শিখর ধাওয়ান। নিজের পঞ্চম বিবাহবার্ষিকীতে সিরিজ জয়ের সঙ্গেই স্ত্রী আয়েশাকে শিখর উপহার দিলেন কবিতা। সঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করলেন নিজের বিয়ের ছবিও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হুয়ে পুরে পাঁচ সাল হামারি শাদি কো
লাগতা হ্যায় অ্যায়সে কি তুমসে প্যাহেলে নাহ কো-ই জিন্দেগি থি মেরি  
ভর দিয়ে ইতনে রং কি রঙ্গিন হো গ্যায়ে ইয়ে দুনিয়া মেরি
তু হি মেরি খুশি তু হি দুনিয়া মেরি
হর কদম পে মেরে সাথ তু
তু হি মেরি খুশি তু হি মেরি বাত তু
তুঝসে হু ম্যায় 
দিল বাহার হ্যায় হর রাত
সাথ রহে হামারা জনমো জনমো তক্ করতা হু ইয়ে দুয়া
তেরে দ্বার পে ঝুকে সর মেরা হ্যায় মেরি ইয়ে রজা...


ধাওয়ান ধামাকার মধ্যেই ফুলঝুড়ি ফাটালানে আয়েশাও। "আমরা সত্যিকারের বন্ধু, জীবনের সঙ্গী। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা দুজন দুজনকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি", ইনস্টা পোস্ট নিজেদের বিয়ের ছবি দিয়ে লিখলেন শিখর পত্নী আয়েশা। 


 




আরও পড়ুন- ক্রিকেটারদের প্রাপ্য টাকাই দিচ্ছে না বিসিসিআই!