১৭৫ ওভার টানা ব্যাট করে যাওয়ার রেকর্ড!
ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়া। বিরাট ব্রিগেডের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর একটা `বিরাট` চ্যালেঞ্জ। ক্যাপ্টেন হিসেবে বিরাটের এটাই প্রথম ক্যারিবিয়ান সফর। শুধু বিরাটই নন, ভারতের এমন অনেক খেলোয়াড়দের কাছেই ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই অচেনা। কোচ অনিল কুম্বলে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে রন্ধ্রে রন্ধ্রে চেনেন। আর সেই অভিজ্ঞতাই অশ্বিন, জাদেজাদের সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ওয়েব ডেস্ক: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়া। বিরাট ব্রিগেডের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর একটা 'বিরাট' চ্যালেঞ্জ। ক্যাপ্টেন হিসেবে বিরাটের এটাই প্রথম ক্যারিবিয়ান সফর। শুধু বিরাটই নন, ভারতের এমন অনেক খেলোয়াড়দের কাছেই ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই অচেনা। কোচ অনিল কুম্বলে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে রন্ধ্রে রন্ধ্রে চেনেন। আর সেই অভিজ্ঞতাই অশ্বিন, জাদেজাদের সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
২০ বছর বাদে ফের বোলারদের তালিকায় শীর্ষে কোনও পাকিস্তানি বোলার
উল্টো দিকে ক্যারিবিয়ানরাও অতীতের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে ভারতের মোকাবিলা করতে বদ্ধ পরিকর। ভারতীয় পেস ও স্পিন আক্রমণের সামনে ক্যারিবিয়ানরা 'বেঞ্চ মার্ক' করছেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপলকে। এই প্রসঙ্গেই মনে করিয়ে দেওয়া, এক বিশ্ব নজিরের কথা। সালটা ২০০২। ভারত ক্যারিবিয়ান সফরে। অনিল কুম্বলেদের বোলিং আক্রমণ সামলে ২২ গজে শিবনারায়ণ চন্দ্রপল অপরাজিত ছিলেন ১৫১৩ মিনিট। যা টেস্ট ক্রিকেটে বিরল। টেস্ট সিরিজে দ্বিতীয় থেকে পঞ্চম ম্যাচ পর্যন্ত শিবনারায়ণ চন্দ্রপল ব্যাট করেছিলেন ১০৫১ বল (১৭৫ ওভার)।
শিবনারায়ণ চন্দ্রপলের টেস্ট রেকর্ড
ম্যাচ-১৬৪ ইনিংস-২৮০ রান-১১৮৬৭ সর্বোচ্চ-২০৩* গড়-৫১.৩৭ শতরান-৩০ অর্ধশতরান-৬৬
উল্লেখ্য, ১৯৯৪, ১৭ অক্টোবর ভারতের মাটিতে, ভারতের বিরুদ্ধেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয়েছিল চন্দ্রপলের।