জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা (IND VS SL | Asia Cup 2023 Final)। সুপার ফোর পর্যায়ের, শেষ ম্য়াচ হয়েছিল এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামেই। ভারত মুখোমুখি হয়েছে বাংলাদেশের। একেবারে নিয়মরক্ষার ম্যাচে ভারত হেরে যায় ছয় রানে। বাংলাদেশের ২৬৫ রানের জবাবে ভারত গুটিয়ে গিয়েছিল ২৫৯ রানে। ৬ রানে জিতেছিল সাকিব আল হাসানের টিম। এশিয়া কাপের ফাইনালের আগে ভারতকে এই হার নিয়েই খোঁচা দিলেন পাক কিংবদন্তি শোয়েব আখতার (Shoaib Akhtar)। 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' জানিয়ে দিলেন যে, ফাইনাল ভারতের কাছে মাসির বাড়িতে ঘোরার অভিজ্ঞতা হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: 'এভাবে হবে না', শুভমনের উপর চরম বিরক্ত রোহিত! ফাঁস হয়ে গেল ভিডিয়ো


আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'আমার ভাবিনি যে, বাংলাদেশের মতো একটা দলের কাছে ভারত হেরে যাবে। এই হার অস্বস্তির। তবে শ্রীলঙ্কার কাছে হেরে পাকিস্তানের, এশিয়া কাপ থেকে বেরিয়ে যাওয়া আরও বড় অস্বস্তির। যদিও ভারত ফাইনালে আছে। সবকিছু তাদের জন্য় হারিয়ে যায়নি। ফাইনালে জয় নিশ্চিত করার আগে, বাংলাদেশের কাছে হার ছিল ওদের কাছে ওয়েকআপ কলের মতো। আরও কঠোর পরিশ্রম করতে হবে ফাইনালে। খুবই ভালো খেলতে হবে। মাসির বাড়ি নয় যে, ভারত অনায়াসে মাঠে নেমে জিতে যাবে। এরকম কিছু হবে না। অত্যন্ত কঠিন ম্য়াচ হবে। শ্রীলঙ্কা মাঠে নামবে ভারতে হারানোর জন্য়। বিশ্বকাপে যাওয়ার আগে, এটা যে কোনও কারোর খেলা হতে পারে। ভারতকে ঘুম থেকে উঠতে হবে। মাথায় রাখতে হবে তারা হেরে গিয়েছে বাংলাদেশের কাছে।'
 
বাংলাদেশের বিরুদ্ধে ২৬৫ রান তাড়া করে ভারত জিতে যাবে এমনটাই মনে করেছিলেন ভারতীয় ফ্যানরা। কিন্তু ভারত বেশ কিছু ভুল করে ফেলল। যার জেরে আর এই ম্যাচ জেতা হয়নি। ভারত রান তাড়া করতে নেমে ২ ওভারে ১৩ রান করতে গিয়ে এক উইকেট হারিয়ে ফেলেছিল। ক্য়াপ্টেন রোহিত শর্মা ২ বল খেলে কোনও রান না করেই ক্যাচ আউট হয়ে যান। অত্যন্ত একটি খারাপ শট নিয়ে, অভিষেককারী জোরে বোলার তানজিম হাসান শাকিবকে জীবনের প্রথম উইকেটটি উপহার দেন তিনি। ওয়াইড ডেলিভারিতে রোহিত কভার পয়েন্টের উপর দিয়ে তুলে মারতে গিয়ে আনামুল হকের হাতে লোপ্পা ক্যাচ তুলে দিয়েছিলেন। শুভমনকে সঙ্গ দিতে এসেছিলেন ভারতের অভিষেককারী তিলক বর্মা। তাঁর আউট নিয়েও কিছু বলার নেই। অফস্টাম্প গার্ড না করেই তিনি, তানজিমের বল জাজ করতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান। তিন ওভারের মধ্যে ১৭ রানে দুই উইকেট চলে গিয়েছিল ভারতের।


এরপর শুরু হয়েছিল শুধুই শুভমন শো।  তাঁকে সঙ্গ দিতে এসে মিডল অর্ডারে কেএল রাহুল (১৯) ও ঈশান কিশান (৫) কার্যত ডুবিয়ে দিয়ে যান। এরপর ভরসা ছিলেন সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি ফরম্য়াটে বিশ্বের এক নম্বর ব্য়াটার এখনও ওয়ানডে ক্রিকেট শিখছেন। সূর্য করেছিলেন ৩৪ বলে ২৬টি রান। রবীন্দ্র জাদেজাও চূড়ান্ত হতাশ করেছিলেন। মাত্র ৭ রান যোগ করেছিলেন তিনি। এরপর আটে নেমে শুভমনের সঙ্গে জুটি হয়েছিল অক্ষরের। একসময়ে মনে হচ্ছিল তাঁরাই ম্য়াচ বার করে দেবেন। ৩৬ বলে ৩৯ রানের যুগলবন্দি করেছিলেন তাঁরা। তবে শুভমন ৪৪ ওভারে এসে আউট হন। ১৩৩ বলে ঝকঝকে ১২১ রানের ইনিংস খেলেন শুভমন। আটটি চার ও পাঁচটি ছয় মেরেছিলেন। তবে পঞ্জাব পুত্তরের দেশের জার্সিতে পঞ্চম একদিনের আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি কাজে আসেনি। শুভমন ফেরার পর শার্দূল-অক্ষর চেষ্টা করেছিলেন। তবে শার্দূল ১১ করে ফেরেন। অক্ষরের দুরন্ত লড়াই শেষ হয় ৩৪ বলে ৪২ রানের ইনিংসে। ভারতের অতি বড় ভক্তও এরপর আশা করেননি যে, শামি-প্রসিদ্ধ ম্য়াচ জেতাবেন।



আরও পড়ুন: Shoaib Akhtar: 'কখনও ভারত-পাক ফাইনাল হবে না'! চূড়ান্ত হতাশায় লাইনচ্যুত 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)