নিজস্ব প্রতিবেদন: ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের দু'দিন পরেও ওই ম্যাচ নিয়েই আলোচনা সর্বত্র। এটাই বোধ হয় ইন্দো-পাক মহারণের ম্যাজিক। যার রেশ কাটতেই চায় না। এমনিই ক্রিকেটকে 'জেন্টলম্যান'স গেম' বলা হয় না। গত রবিবার দুবাইয়ে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হওয়ার পরেও, ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) যে 'স্পোর্টসম্যান স্পিরিটি'-এর পরিচয় দিলেন তা দেখে মুগ্ধ শোয়েব আখতার (Shoaib Akhtar)। প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার কোহলির মহানুভবতার ভূয়সী প্রশংসা করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে পাকিস্তান দুবাইয়ে ১০ উইকেটে জিতে যায় হাতে ১৩ বল বাকি রেখে। দুই পাক ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। ক্যাপ্টেন বাবর আজম (৫২ বলে ৬৮) ও মহম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯) অপরাজিত থেকে ইতিহাস লেখেন মরুদেশে। আর এরপর রিজওয়ানকে বুকে টেনে নেন ক্যাপ্টেন কোহলি, বাহবা দেন বাবরকেও। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 


আরও পড়ুন: WT20: হাঁটু মুড়ে প্রতিবাদে রাজি নন Quinton de Kock! খেললেন না SA vs WI ম্যাচ



মঙ্গলবার বিকালে ট্যুইটারে আখতার লেখেন, " বিরাট কোহলি প্রকৃত স্পোর্টসম্যান ও একজন অসাধারণ মানুষ। তোমাকে আমি কুর্নিশ জানাই।" এই লেখার সঙ্গেই আখতার একটি গ্রাফিক্স জুড়ে দিয়েছেন। সেখানে লেখা আছে যে, শামির বলে বাবর আজমের উইনিং রান নেওয়ার মুহূর্ত ক্রিকেটার আখতারকে তৃপ্ত করেছে। কিন্তু মানুষ আখতারের মন ছুঁয়ে গিয়েছে যখন কোহলি মন থেকে এসে রিজওয়ান ও বাবরকে শুভেচ্ছা জানান। কোহলির 'স্পিরিট অফ ক্রিকেট' আবারও প্রমাণ করে দিল যে, ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের একে-অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান অন্য জায়গায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)