নিজস্ব প্রতিবেদন: ভারতে  করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মারণ ভাইরাসের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। এই পরিস্থিতিতে চিরশত্রুতা ভুলে হাতে হাত মিলিয়ে দুই দেশের মোকাবিলা করা উচিত্ বলেই মনে করেন রাওয়ালপিণ্ডি এক্সেপ্রেস। করোনা মোকাবিলায় ভারতের কাছে দশ হাজার ভেন্টিলেটরের আবেদন করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনা পরিস্থিতি সামাল দিতে দুই দেশের মানুষের একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। শত্রুতা ভুলে সৌহার্দের বার্তা দিচ্ছেন শোয়েব আখতার। তিনি বলেন, "এখন আমাদের দেশে ভেন্টিলেটরের খুব প্রয়োজন। ভারত যদি আমাদের দশ হাজার ভেন্টিলেটার দিতে পারে তাহলে পাকিস্তান তা মনে রাখবে।"



এমনকী করোনা মোকাবিলায় তহবিল তৈরির জন্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাবও দেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। সঙ্কটজনক পরিস্থিতিতে সব ভেদাভেদ ভুলে মৈত্রীর বার্তা দিচ্ছেন তিনি।


 


আরও পড়ুন - বাবা ক্রিকেট তারকা, মা টেনিসের! ছেলে ইজহান কী খেলবেন? ইঙ্গিত দিলেন সানিয়া মির্জা