নিজস্ব প্রতিবেদন: গোটা পৃথিবী দেখছে করোনা কবলিত (COVID-19) ভারতের ভয়ঙ্কর চিত্র! মহামারির গ্রাসে গোটা দেশ। প্রতিদিন হুহ করে বাড়ছে করোনা সংক্রমণ, সঙ্গে পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও৷ ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অবস্থাও করোনা কালে খুব একটা ভাল নয়৷ এই পরিস্থিতিতে আইপিএল (IPL 2021) বন্ধ করা হোক বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন কিংবদন্তি প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার ( Shoaib Akhtar)। এমনকী কেকেআর কাঁপানো প্রাক্তন মহাতারকা নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছেও অনুরোধ করেছেন যাতে নতুন করে পাকিস্তান সুপার লিগ (PSL) শুরু না করা হয়। এই ইস্যুতে নিজের ইউটিউব চ্য়ানেলের ভিডিয়ো পোস্ট করেছেন আখতার। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021: COVID-19 টিকা নেওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপরেই ছাড়ল BCCI


টুইটারে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস লিখেছেন, "বিসিসিআই ও পিসিবি দু'জনেই ভাবুক এটা আইপিএল চালিয়ে যাওয়া বা পিএসএল শুরু করার সময় নয়। সময়টা খুবই কঠিন। আমাদের সকলের উচিত মানুষের সাহায্য় করা।" আখতার তাঁর ভিডিয়োতে বলছেন, "আমাদের এখন ক্রিকেট চাই না, চাই না বিনোদন, আইপিএলের টাকা মানুষকে দিয়ে দেওয়া হোক। অক্সিজেন নেই। মানুষ আগে বাঁচুক। বন্ধ হোক আইপিএল।" এর আগে ভারতের পাশে দাঁড়িয়ে আখতার বলেছিলেন, "এই কঠিন সময় সকলে ভারতের পাশে আছে৷ তিনি শুধু ট্যুইট করেই ক্ষান্ত হননি৷ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো বানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস৷ তিনি বলছেন "এই মহামারিতে সকলের উচিত সকলের পাশে থাকা৷ ভারত আজ ধুঁকছে৷ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে৷ আমরা সবাই আছি এক সঙ্গে৷"