নিজস্ব প্রতিবেদন: দুজনে বাইশ গজে থাকাকালীন প্রায়ই বাকযুদ্ধে জড়াতেন। কখনও শোয়েব আখতারকে শিক্ষা দিতেন বীরেন্দ্র শেহবাগ। কখনও আবার বীরুকে জব্দ করতেন শোয়েব। এখন আর তাঁরা বাইশ গজে লড়েন না। তাই বলে কি লড়াই বন্ধ হবে! একেবারেই নয়। মাঠের বাইরে এখনও দুজনের লড়াই চলছে। ২০১৬ সালে একটি কমেডি শো-তে শোয়েবকে চাচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন বীরু। সেই ভিডিয়ো আরও একবার ভাইরাল হয়েছে। আর সেটি দেখার পর শোয়েব তেলে-বেগুনে জ্বলে উঠেছেন। তিনিও বীরুকে ছেড়ে কথা বলেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই কমেডি শো-তে শোয়েবের উদ্দেশ্যে বীরু বলেছিলেন, ''শোয়েব আমাদের ভালো বন্ধু। তবে ওকে ভারতে ব্যবসা করতে হবে। তাই ও  ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের প্রশংসা করে। ও কিন্তু খেলোয়াড়ি জীবনে এমনটা করেনি। এখন ও বেশি করে ভারতের প্রশংসা করে।'' বীরুর বলা কথাগুলো তিরের মতো বিঁধেছে শোয়েবের গায়ে। তিনি আবার পাল্টা বলেছেন, ''অর্থ ও সম্পদের মালিক হওয়াটা সর্বশক্তিমানের উপর নির্ভর করে। ভারতের উপর নয়। শেহবাগ মজার মানুষ। তবে ওকে বলে রাখি, তোমার মাথায় যত চুল রয়েছে তার চেয়ে বেশি টাকা আছে আমার। শোয়েব আখতার হয়ে উঠতে আমার ১৫ বছর লেগেছে। ভারতে আমার অনেক অনুরাগী রয়েছেন। আমি কিন্তু ভারত খারাপ খেললে সমালোচনাও করি। সব সময় ভারতের প্রশংসা করি তা নয়।''


আরও পড়ুন-  চোখে-মুখে আতঙ্ক! পাকিস্তান পৌঁছে ভীত-সন্ত্রস্ত বাংলাদেশের তারকা পেসার


শোয়েব আখতার নিজের ইউ টিউব চ্যানেল থেকে কথাগুলো বলেছেন। পাক পেসার আরও বলেছেন, ''আমি কিন্তু ইউ টিউব চ্যানেল করে বিখ্যাত হইনি। আমি এক সময় বিশ্বের দ্রুততম বোলার ছিলাম। আমি ভারতীয় দল সম্পর্কে কিছু বললেই লোকের এত কেন সমস্যা বুঝি না। আমি তো একা নই, রামিজ রাজা, শাহিদ আফ্রিদির মতো অনেক পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় দলের প্রশংসা করে। বিরাট কোহলির প্রশংসা করে। এটাই তো স্বাভাবিক। ভারত এখন বিশ্বের এক নম্বর ক্রিকেট দল।''