নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। প্রথম ম্যাচে দলে জায়গা পাননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। পারফরম্যান্স আহামরি নয়। ব্যাট হাতে করেছিলেন আট রান। বল হাতে এক উইকেট। এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে ফিরেছেন। চার ওভার বোলিং করে দিয়েছিলেন ২৬ রান। কোনও উইকেট পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। ১৬ জুন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেছিলেন শোয়েব। অর্থাত্ চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত শোয়েব মালিক রান করেছেন আট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'ইনি ইমরান খান' লিখে সচিন তেন্ডুলকরের ছবি পোস্ট করে দিলেন পাক প্রধানমন্ত্রীরই সহকারী



বিশ্বকাপ এখনও পর্যন্ত করেছেন মাত্র আট রান। কিন্তু বিশ্বকাপ চলাকালীন সানিয়া মির্জার স্বামী এখনও পর্যন্ত টুইটারে টুইট কিংবা রিটুইট করেছেন মোট ১২টি। পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার তিনি। ২৮৭ টি ওয়ানডে খেলে ফেলেছেন তিনি। তাঁরই কি না বিশ্বকাপে এমন পারফরম্যান্স! স্বাভাবিকভাবেই শোয়েব মালিকের উপর বেজায় চটেছেন পাক সমর্থকরা। শোয়েব মালিককে বিশ্বকাপ দলে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মিডল অর্ডারে ব্যাট করতে নামা শোয়েব মালিকের গড় ৩০-এরও কম। ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে তাঁর চেয়ে কম গড় মাত্র ৫ জনের।