জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চলতি আইপিএলে (IPL 2024) গুজরাত টাইটান্স (Gujarat Titans) একেবারেই 'জিটি' ব্র্যান্ড সুলভ ক্রিকেট খেলতে পারছে না। অভিষেকেই চ্য়াম্পিয়ন হওয়া টিম তারপরের বছর রানার্স হয়েছিল। অথচ এই মরসুমে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে খেলা গুজরাতকে বেশ নড়বড়ে দেখাচ্ছে। সাত ম্য়াচে ছয় পয়েন্ট নিয়ে জিটি এখন লিগ তালিকায় আট নম্বরে। তাদের নীচে শুধু পঞ্জাব-বেঙ্গালুরু। গত বুধবার গুজরাত নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্য়াপিটালসের (GT vs DC, IPL 2024)। শুভমনরা কল্পনাও করতে পারেননি যে, ঘরের মাঠে তাঁদের অপেক্ষায় জঘন্য় হার! টস হেরে প্রথমে ব্য়াট করে শুভমনরা মাত্র ৮৯ রান তুলেছিলেন! ৬৭ বল হাতে রেখে ছয় উইকেট ঋষভ পন্থরা সেই ম্য়াচ হেসেখেলে বার করে নেয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mustafizur Rahman | IPL 2024 | BCB: 'কিসসু শেখার নেই আইপিএলে' বাংলাদেশে ফিরছেন ফিজ, তবে নাও খেলাতে পারে বিসিবি!






ম্য়াচে মাত্র আটটি রান করে ফিরে যাওয়া শুভমন, লাইমলাইটে এসেছেন শুধুমাত্র একটি কারণেই। গুজরাতের গ্য়ালারিতে বসে ফ্লোরাল শর্ট ড্রেস পরে এক অজ্ঞাত পরিচয়ের সুন্দরী খেলা দেখছিলেন। ক্য়ামেরা সেই সুন্দরীর দিকে ফোকাস করার পর প্য়ান করে শুভমনের মুখের দিকে। জায়ান্ট স্ক্রিনে এহেন সুন্দরীকে দেখে শুভমন একেবারে ক্লিন বোল্ড হয়ে যান। তাঁর এক্সপ্রেশন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এরপর নেটপাড়া এই ফ্য়ানের খোঁজ নেওয়ার চেষ্টা করেও কোনও হদিশ পায়নি। তবে অনেকের মতেই গুজরাতের সেই সুন্দরীকে নাকি হলিউড কাঁপানো সুন্দরী অ্যানা ডে অ্যারামাসের মতো দেখতে। কিউবান-স্প্য়ানিশ অভিনেত্রীর বিরাট ফ্য়ানবেস ভারতেও। ফলে 'বন্ড গার্ল'-এর মতো কাউকে দেখতে পেয়ে ট্যুইটারাত্তিরা উদ্বেল হয়ে গিয়েছেন। 'Mystery girl' এই শব্দবন্ধের সঙ্গে আইপিএলের ফ্যানরা বেশ পরিচিত। কগ্যালারিতে ঠিক কোনও না কোনও ফ্যান আলাদা করে নজর কেড়েছেন ক্যামেরার। রাতারাতি তাঁদের জীবনে বদলে গিয়েছে। কেউ হয়ে গিয়েছেন 'ন্যাশনাল ক্রাশ', তো কারোর পরে পরিচিতি জানা গিয়েছে কোনও ক্রিকেটারের বোন হিসাবেই। নজরকাড়া রহস্যময়ী কন্যারা বারবার ফিরে আসেন। 


আরও পড়ুন: Shah Rukh Khan’s Pep Talk: ড্রেসিংরুমে কবীর খান! ভাইরাল আগুনে পেপ টক, নেটপাড়া বলছে সেই '৭০ মিনিট'...


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)