জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) জার্সি থেকে আইপিএল (IPL)। টেস্ট থেকে সাদা বলের মারকাটারি খেলা। বাইশ গজের যুদ্ধে ইতমধ্যেই জাত চিনিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। এহেন মারকুটে ওপেনার এবার বিনোদন জগতে (Entertainment) পা রাখলেন। স্পাইডার ম্যানের (Spider Man) ভারতীয় অবতার পবিত্র প্রভাকরের (Pavitr Prabhakar) ছবিতে ভয়েসওভার দেবেন পঞ্জাব (Punjab) তনয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শুভমন হলেন প্রথম খেলোয়াড়, যিনি কোনও সিনেমায় নিজের গলা দিচ্ছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হিন্দি ও পঞ্জাবি দু’টি ভাষায় ভয়েসওভার দেবেন শুভমন। ভারতীয় দর্শকদের কথা ভেবে স্পাইডারম্যানকে ভারতীয় হিসাবে তুলে ধরতে চাইছে নির্মাতা সংস্থা। সেইজন্য এবার পর্দায় আসতে চলেছে মুম্বইনিবাসী পবিত্র প্রভাকর। সেই চরিত্রের জন্যই ভয়েসওভার দিয়েছেন এই তরুণ ব্যাটার। 



আরও পড়ুন: Wrestlers Protest At Jantar Mantar: উত্তাল যন্তর মন্তর! ব্যারিকেড ভেঙে কুস্তিগীরদের আন্দোলনে কৃষকরা, দেখুন ভাইরাল ভিডিয়ো


আরও পড়ুন: Kylian Mbappe: এমবাপের গোলে জিতে শীর্ষেই রয়ে গেল মেসিহীন পিএসজি


এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শুভমন। তিনি বলেন, "ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যানের বিশাল ভক্ত। সুপার হিরোদের মধ্যে বরাবর স্পাইডারম্যানকেই আমার পছন্দ ছিল। এই প্রথমবার দর্শকরা ভারতীয় স্পাইডারম্যানকে পর্দায় দেখতে পাবেন। সেখানে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে হচ্ছে।" 


জানা গিয়েছে, আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি। বাংলা-সহ মোট ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যানের ছবি ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ (Spider-Man: Across the Spider-Verse)। সেখানে দু’টি ভাষায় ভয়েসওভার দিয়েছেন শুভমান। ক্রিকেটারকে পেয়ে নির্মাতারাও খুশি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)