নিজস্ব প্রতিবেদন: বুড়ো হাড়েও ভেল্কি দেখাচ্ছেন শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে মালিঙ্গার বোলিংয়ে স্রেফ উড়ে গেল কিউয়িরা। শুধু হ্যাটট্রিকই করলেন না, পরপর চারটি বলে ৪ উইকেট তুলে বিপক্ষকে শুইয়ে দিলেন শ্রীলঙ্কার পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে দু'বার পরপর চারটি উইকেট নেওয়ার রেকর্ডও ঝুলিতে পুরলেন। মালিঙ্গার ঝোড়ো বোলিংয়ের সৌজন্যে ৩৭ রানে ম্যাচ জিতল শ্রীলঙ্কা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৬ বছর বয়স। অথচ বল হাতে নিলে এখনও বিপক্ষের ত্রাস লসিত মালিঙ্গা। শুক্রবার শ্রীলঙ্কার পাল্লেকল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে পরপর চারটি শিকার করলেন শ্রীলঙ্কার পেসার। ৪ ওভার হাত ঘুরিয়ে তুলেছেন ৫টি উইকেট। রান দিয়েছেন মাত্র ৬। আর একইসঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড। টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে মালিঙ্গার নামের পাশে জ্বলজ্বল করছে ১০০ উইকেট। এনিয়ে দ্বিতীয়বার পরপর ৪টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মালিঙ্গা। লঙ্কার পেসারের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হন কলিন মুনরো। এরপর এলবিডব্লু হন হামিশ রদরফোর্ড। পঞ্চম বলে মালিঙ্কার শিকার কলিন ডি গ্র্যান্ডহোম। বোল্ড হন কিউয়ি ব্যাটসম্যান। শেষ বলে এলবিডব্লু রস টেলর। 


এর আগে ২০০৭ সালে আইসিসি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাগাতার ৪টি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। টি-২০তে প্রথম বোলার হিসেবে লাগাতার ৪টি উইকেট পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫টি হ্যাটট্রিকের মালিক হলেন মালিঙ্গা। একদিনের ক্রিকেটে ৩ বার ও টি-২০-তে দু'বার এমন কীর্তি রয়েছে তাঁর। 



এদিন নিউজিল্যান্ডের সামনে ১২৬ রানের টার্গেট রেখেছিল শ্রীলঙ্কা। টি-২০ ক্রিকেটে যা বেশ সহজই। কিন্তু মালিঙ্গার সৌজন্যে ৮৮ রানেই থেমে যায় কিউয়িরা। শুরুর ধাক্কা আর সামলাতে পারেনি নিউজিল্যান্ড। 


আরও পড়ুন- প্রয়াত পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আবদুল কাদির