ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও জিতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। যদিও তৃতীয় ম্যাচে, দ্বিতীয় ম্যাচের মতোই খানিকটা বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ২১৭ রান। কিন্তু সেই রান তাড়া করতে নেমেই একটা সময়ে মাত্র ৬১ রানে চার উইকেট পড়ে যায় ভারতের। এরপর ১৫৭ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ম্যাচ জেতান রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। তবে, দুটো ম্যাচেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে বেকায়দায় পড়তে দেখেও একেবারেই চিন্তিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন কেন চেতেশ্বর পুজারা অর্জুন পুরস্কার নিতে যাবেন না?


তিনি বলেছেন, 'কম রান তাড়া করতে নেমে, এমনটা অনেক সময়ই হয়। এটা নিয়ে মোটেই চিন্তা করার কিছু নেই। যদি এমনটা দু'-তিনবারও হয়, তাতেও বিষয়টা মোটেই চিন্তার নয়। আসলে, এই ম্যাচের পিচটাও একটা সমস্যা ছিল। এরকম অন্তত, দুটো উইকেট আমাদের পড়েছে, যেগুলো ১০ বারে ৮ বারই পড়বে না।'


আরও পড়ুন  জন্টি, ইনজামাম, পন্টিংদের থেকে অনেক এগিয়ে গেলেন ধোনি