জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টনে বিসমা মারুফের পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। এর সঙ্গেই কমনওয়েলথে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল হরমনপ্রীত কউরের টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দলের স্টার ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) অনন্য রেকর্ড করলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের গণ্ডি টপকালেন। এর আগে দেশের মেয়েদের মধ্যে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সর্বোচ্চ রান ছিল মিতালি রাজের ( Mithali Raj)। মিতালি সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কমনওয়েলথে প্রথম ম্যাচে স্মৃতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭ বলে ২৪ রান করেছিলেন। স্মৃতির রানে ফেরা দলের জন্য বিরাট স্বস্তির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs Pakistan: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, পাকিস্তানকে হেলায় হারাল ভারত


এদিন বৃষ্টির জন্য ২০ ওভারের বদলে ১৮ ওভারের ম্যাচ হয়। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান মাত্র ৯৯ রান তোলে। জবাবে ৬ ওভার ২ বল হাতে রেখে ভারত ৮ উইকেটে ম্যাচ বার করে নেয়।পাকিস্তানের রান তাড়া করতে নেমেছিলেন শেফালি ও স্মৃতি । ১৬ রান করে ওপেনার শেফালি ফিরে যান। কিন্তু স্মৃতি অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে আসেন। ৪২ বলে ৬৩ রান করেন তিনি। ১৫০-র স্ট্রাইক-রেটে ব্যাট করলেন স্মৃতি। হাঁকালেন ৮টি চার ও ৩টি ছয়। ভারত আগামী ৩ অগস্ট বার্বাডোজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলবে। ২৪ বছর পর ফের ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে কমনওয়েলথ গেমসে। ৯৮-তে ছিল পুরুষদের ক্রিকেট। এবার বার্মিংহ্যামে ২০২২-এ মহিলাদের ক্রিকেট। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে হরমনপ্রীতরা। এই ইভেন্টে পদক জিততে পারলে ভারত ইতিহাস লিখবে।


আরও পড়ুনVirat Kohli: কবে কামব্যাক করবেন কোহলি? জানিয়েছেন নির্বাচকদের, চলে এল বড় খবর


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)