Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: ঠান্ডা লড়াই, সৌরভকে উপেক্ষা করে দূরত্ব বজায় রাখলেন বিরাট, ঋদ্ধি!
সকলের সঙ্গে জন্মদিন পালন করছেন সৌরভ। কেক খাওয়ার ছবি, লন্ডনের রাস্তায় তাঁর নাচের ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিরাটের কোনও শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। ধোনির জন্মদিনে দু’টি ছবি পোস্ট করেন বিরাট।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আরো একবার সামনে চলে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) ঠান্ডা লড়াই। এবং এই তালিকায় ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) নামও জুড়ে গেল। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), যুবরাজ সিং (Yuvraj Singh) থেকে শুরু করে একাধিক তারকা বিসিসিআই সভাপতিকে (BCCI President) জন্মদিনের শুভেচ্ছা জানালেও, শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করলেন না বিরাট। গত কয়েক বছর সৌরভকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন ঋদ্ধি। তবে এ বার তিনি নিজেকে সরিয়ে রাখলেন।
অনেকেই মনে করেন বিরাট কোহলির অধিনায়কত্ব যাওয়া নাকি সৌরভের জন্য। এমনকি ঋদ্ধির টেস্ট দল থেকে বাদ যাওয়ার নেপথ্যেও সৌরভের ভূমিকা আছে বলে মনে করে এক শ্রেণির ক্রিকেট মহল। একটা সময় মিডিয়ার কাছে বোর্ডের নিয়ম না মেনে মুখ খোলেন বিরাট। শোনা যায় সেটা ভালোভাবে নেননি সৌরভ।
এমনকি বিরাটকে সিরিজের মাঝখানে শোকজ করার ভাবনা ছিল বিসিসিআইয়ের। শেষ পর্যন্ত সেটা না হলেও বিরাট বনাম সৌরভ সম্পর্কে যে চিড় ধরে গিয়েছিল সেটা বজায় রইল। একই দেশে রয়েছেন তাঁরা। তবু সৌরভের জন্মদিন ভুলেই গেলেন বিরাট? বোর্ড প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি ভারতের প্রাক্তন অধিনায়ক।
বৃহস্পতিবার মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে তাঁকে নেটমাধ্যমে শুভেচ্ছা জানান বিরাট। শুক্রবার ৫০ বছরের জন্মদিন উদ্যাপন করছেন সৌরভ। সচিন তেন্ডুলকরও লন্ডনে রয়েছেন। সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বিভিন্ন বিশিষ্ট মানুষেরা সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভ লন্ডনে রয়েছেন তাঁর পরিবারের সঙ্গে। সেখানে তাঁর কাছের বন্ধুরাও রয়েছেন।
সকলের সঙ্গে জন্মদিন পালন করছেন সৌরভ। কেক খাওয়ার ছবি, লন্ডনের রাস্তায় তাঁর নাচের ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিরাটের কোনও শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। ধোনির জন্মদিনে দু’টি ছবি পোস্ট করেন বিরাট।
টুইট করে লেখেন, 'এমন নেতা দেখা যায় না। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা যা করেছ তার জন্য ধন্যবাদ। তুমি আমার নিজের দাদার মতো। তোমার জন্য ভালবাসা এবং শ্রদ্ধা রইল। শুভ জন্মদিন অধিনায়ক।' ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে শুভেচ্ছা জানালেও বোর্ড প্রধানের কথা ভুলে গেলেন বিরাট?
ব্যক্তিগত ভাবে সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা, তা জানা না গেলেও নেটমাধ্যমে কোনও বার্তা নেই। এমনিতেও নিজের বর্তমান ফর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হচ্ছে বিরাটকে। ঋদ্ধিও নিজেকে সরিয়ে রাখলেন।
আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: ছিমছাম অনুষ্ঠানে মহারাজের জন্মদিন পালন করল সিএবি
আরও পড়ুন: Wriddhiman Saha: বাংলা এখন অতীত, ত্রিপুরায় সই করলেন ঋদ্ধিমান সাহা
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)