শ্রীলঙ্কা সফরে Dhawan-দের হেডস্যার Rahul Dravid-ই, স্পষ্ট করলেন Sourav
শ্রীলঙ্কায় টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন শ্রীলঙ্কা সফরে Shikhar Dhawan-দের কোচের দায়িত্ব সামলাবেন Rahul Dravid। সমস্ত জল্পনায় জল ঢেলে এমনটাই জানালেন BCCI প্রেসিডেন্ট Sourav Ganguly।
ওই সময় ভারতীয় দলের কোচ Ravi Shastri ইংল্যান্ডে থাকায় ধওয়ানদের কোচের দায়িত্ব সামলাবেন দ্রাবিড়। ওই সময় ইংল্যান্ডে Virat Kohli-রা টেস্ট সিরিজ খেলবেন। একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনটি টি২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবেন Shikhar Dhawan-রা। বেশ কয়েকদিন ধরে Shikhar Dhawan-দের হেডস্যার কে হবেন, তা নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনায় জল ঢাললেন BCCI প্রেসিডেন্ট Sourav Ganguly। সাফ জানালেন, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ Rahul Dravid। শ্রীলঙ্কা সফরের রাহুল দ্রাবিড়ের সহযোগী হিসবে নিযুক্ত করা হয়েছে পরশ মামরে এবং টি দিলীপকে।
আরও পড়ুন: আজই নামছেন মাঠে, Euro Cup-এ যাত্রা শুরু রোনাল্ডোর
আরও পড়ুন: Copa America 2021: ফ্রি-কিকে Messi-র দারুণ গোল, তবুও জেতা হল না আর্জেন্টিনার
২৮ জুন শ্রীলঙ্কায় উড়ে যাবেন Shikhar Dhawan-রা। সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা। তবে ছোট ছোট গ্রুপে অনুশীলন করার সুযোগ পাবেন। রাহুল দ্রাবিড় অবশ্য সিরিজ শুরুর আগে প্র্যাক্টিস ম্যাচ খেলাতে চেয়েছিলেন। সেক্ষেত্রে ভারতীয় দল নিজেদের মধ্যেই হয়তো তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে।