হাসপাতাল থেকে বাড়ি ফিরেই Narendra Modi-কে কৃতজ্ঞতা জানালেন Sourav Ganguly
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়িয়ে যেভাবে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ফিরে এসেছে তা অনুপ্রেরণা জোগাবে তরুণদের। সেকথা টুইটও করেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: রবিবার মহারাজের হাসপাতাল থেকে ছুটির দিন। বাড়ি ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট।
রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়কে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়িয়ে যেভাবে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ফিরে এসেছে তা অনুপ্রেরণা জোগাবে তরুণদের। সেকথা টুইটও করেন প্রধানমন্ত্রী।
রবিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বাড়ি ফিরে মহারাজ, মোদীকে টুইট করেছেন। লিখেছেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে আলাদা করে তাঁর বক্তব্য়ে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদের পাশাপাশি কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন - বিরাটকে কীভাবে আউট করবেন বুঝতেই পারছেন না করোনাজয়ী Moeen Ali
বুকে ব্যথা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবারই অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলেই জানা গিয়েছে। গতকাল থেকে চিকিৎসকদের পরামর্শে কেবিনে হাঁটাচলাও করছিলেন সৌরভ।
আরও পড়ুন - স্পিনার নয়, পেসার হতে চেয়েছিলেন Kuldeep Yadav