স্পিনার নয়, পেসার হতে চেয়েছিলেন Kuldeep Yadav
রহস্য ফাঁস করলেন কুলদীপ যাদব নিজেই। কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে এমন কথাই জানালেন ২৬ বছর বয়সী স্পিনার।
নিজস্ব প্রতিবেদন : হতে চেয়েছিলেন পেস বোলার, কিন্তু শেষ পর্যন্ত হয়েছেন স্পিনার। কীভাবে? রহস্য ফাঁস করলেন কুলদীপ যাদব নিজেই। কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে এমন কথাই জানালেন ২৬ বছর বয়সী স্পিনার।
The Making of Kuldeep Yadav | Sunday Special Premiere
In this episode of #IAmAKnight, @imkuldeep18 tell us about becoming a chinaman bowler, his memories with #KKR and a lot more...#KKR #IPL2021 #Cricket #KuldeepYadavhttps://t.co/qyQzpO6MUV
— KolkataKnightRiders (@KKRiders) January 31, 2021
কুলদীপ জানান,"আমার তখন ফাস্ট বোলিং করতে খুব ভাল লাগত। ভালই বল করতাম। ১০/১১ বছর বয়স থেকে বল ঘোরাতে পারতাম। এদিকে আমার শারীরিক উন্নতি না হওয়ায় কোচ আমাকে স্পিন বোলিং করার পরামর্শ দেন।"
আরও পড়ুন- এবার নতুন লুকে ধরা দিলেন T Natarajan
এরপর কুলদীপ আরও জানান, "প্রথমে খুব মন খারাপ হয়েছিল। আমি বরাবরই ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। স্পিন ভাল লাগত না। কোচকে রেগে বলেছিলাম স্পিন করতে চাই না। রেগে ১০ দিন মাঠে যাইনি। পরে স্যারের কথা শুনে স্পিন শুরু করি। আর প্রথম চেষ্টাতেই চায়নাম্যান বোলিং করি। কোচও বুঝতে পেরেছিলেন আমার বিরল প্রতিভা।"
আরও পড়ুন- বিরাটকে কীভাবে আউট করবেন বুঝতেই পারছেন না করোনাজয়ী Moeen Ali