পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে সৌরভের! ইঙ্গিত দিলেন চিকিত্সকরা
রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসেছে।
নিজস্ব প্রতিবেদন- কেমন আছেন সৌরভ গাঙ্গুলি। শনিবার রাত থেকে রবিবার সকালেও একটা প্রশ্নই যেন ঘুরপাক খেয়েছে। সৌরভ ভক্তরা তো বটেই, দেশের আপামোর জনতা যেন সৌরভের আরোগ্য কামনায় প্রার্থনা করছিলেন। এত মানুষের শুভকামনা মহারাজের সুস্থতায় হয়তো পাথেয় হয়ে উঠছে। রবিবার দুপুরের মেডিকেল বুলেটিনে চিকিত্সকরা জানালেন, দাদা এখন ভাল আছেন। চিন্তার কোনও কারণ নেই। তিনি সম্পূর্ণ বিপন্মুক্ত। সকালে বাড়ির চিনি ছাড়া দুধ চা খেয়েছেন সৌরভ। ব্রেকফাস্টে ছানা, টোস্ট, কর্নফ্লেক্স দেওয়া হয়েছিল তাঁকে।
এদিন ড. সপ্তর্ষি বসু এদিন বলেন, ''আপনারা জানতে পেরেছেন সৌরভের ট্রিপল ভেসেস ডিজিজ ছিল। রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসেছে। এখনও দুটো আর্টারি নিয়ে আমরা ভাবছি। আগামীকাল মেডিকেল বোর্ডের পর ঠিক হবে, চিকিত্সার পরবর্তী পদক্ষেপ কী হবে! কাল পিটিসিএ হয়েছে। রাতে ভাল ঘুমিয়েছে মহারাজ। কাল রাত থেকে আজ পর্যন্ত অস্বাভাবিক কিছু নেই। রুটিন ইসিজি আজ সকাল দশটায় হয়েছে। ওঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হয়েছে। সবাই জানতে চেয়েছেন উনি কেমন আছেন! দাদা মানে আলাদা আবেগ। সেটা তো আমরাও জানি। তবে দুশ্চিন্তার কিছু নেই।''
আরও পড়ুন- Sourav Health Live Updates : ভালো আছে সৌরভ, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন ডোনা
পুরোপুরি সুস্থ হতে সৌরভের কতদিন সময় লাগতে পারে! এই ব্যাপারে বলতে গিয়ে চিকিত্সকরা বলেছেন, ''দেখুন মেডিক্যাল টিম যেমন চাইছে তেমনই রেসপন্স করছেন সৌরভ। তবে এই ধরণের কার্ডিয়াক অ্যারেস্ট-এর পর অন্তত দু-তিন সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হয়। ওঁর ব্লাড প্রেসার, পালস রেট এখন স্বাভাবিক। দু-তিন সপ্তাহ বিশ্রামের পরই সৌরভ আবার কাজে ফিরতে পারবেন। তবে আপাতত আমরা বাইপাস সার্জারির ব্যাপারে কিছুই ভাবছি না। সেটার প্রয়োজও হবে না হয়তো। অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বসিয়ে ওকে পুরোপুরি সুস্থ করে তোলা যাবে।''