3 January 2021, 20:15 PM
রবিবার সন্ধেয় হাসপাতালে সৌরভকে দেখতে এলেন সীতারাম ইয়েচুরি। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, সৌরভের সঙ্গে দেখা হয়েছে। আমার অনেক দিনের বন্ধু। ওঁকে হাসিমুখে দেখে খুব ভালো লাগল। সৌরভ দেশের সম্পদ।
3 January 2021, 20:15 PM
সোমবার আসছেন না ডা দেবী শেঠি। মঙ্গলবার সকালে কলকাতার পৌঁছবেন ডা শেঠি।
3 January 2021, 20:15 PM
হাসপাতালে সৌরভকে দেখতে এলেন পার্থ জিন্দাল।
3 January 2021, 19:00 PM
ফোনে BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলির শরীর, স্বাস্থ্য ও চিকিত্সা ব্যবস্থার খবর নিলেন প্রধানমন্ত্রী মোদী।
3 January 2021, 19:00 PM
ভিতরে আছেন ক্রিকেটার জয়দীপ মুখার্জি, স্ত্রী ডোনা, মেয়ে সানা ও দাদা স্নেহাশিষ গাঙ্গুলি।
3 January 2021, 19:00 PM
হাসপাতালে সৌরভের সঙ্গে সাক্ষাতের জন্য লাউঞ্জ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ন্ত্রিত করা হল আগুন্তকদের প্রবেশ। শুধুমাত্র পরিবারের লোকেরাই তাঁর সঙ্গে সাক্ষাত করতে পারবেন।
3 January 2021, 18:45 PM
হাসপাতালে সৌরভকে দেখতে এলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তবে সৌরভের সঙ্গে দেখা হয়নি তাঁর। ডোনার সঙ্গে কথা বলেন তিনি। জানান, "কোনও রাজনৈতিক কারণে আসিনি। ওনার সুস্থতার কামনা করি। বাকি কথা দাদা হাসপাতাল থেকে বেরনোর পর হবে।"
3 January 2021, 18:45 PM
ফোন করে সৌরভের শরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন রাহুল দ্রাবিড়।
3 January 2021, 18:45 PM
সন্ধ্যায় সৌরভকে দেখতে আবার এলেন ডোনা গাঙ্গুলি। দুপুর ১টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন তিনি। এখন আবার চা আর টুকটাক খাবার নিয়ে এসেছেন ডোনা।
3 January 2021, 18:45 PM
সৌরভকে দেখতে আসেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, "বিশেষ কয়েকটা ওষুধের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সৌরভ ঘুমাচ্ছে।"
3 January 2021, 14:00 PM
রক্তচাপ ও পালস রেট নিয়ন্ত্রণে রয়েছে সৌরভের। ১১০/৮০ রক্তচাপ এখন।
3 January 2021, 14:00 PM
সোমবার সৌরভকে দেখতে আসছেন ডাক্তার দেবি শেঠি। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের এখনই বাইপাসের দরকার নেই বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি পুরোপুরি সুস্থ হতে সৌরভের কতদিন সময় লাগতে পারে? এই ব্যাপারে চিকিত্সকরা বলেন, ''এই ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট-এর পর অন্তত দু-তিন সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হয়। তারপরই সৌরভ আবার কাজে ফিরতে পারবেন।"
3 January 2021, 13:15 PM
সৌরভের সঙ্গে দেখা করে বেরিয়ে গাড়িতে ওঠার মুখে বৈশালি ডালমিয়া বলেন, "জয় শাহের তরফে সৌরভকে দিল্লি বা মুম্বইতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সবাই চাইছেন, ওর সুচিকিত্সা হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরাই।"
3 January 2021, 13:15 PM
ভালো আছে সৌরভ, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন ডোনা।
3 January 2021, 12:15 PM
হাসপাতালে সৌরভকে দেখে গেলেন অরূপ রায়
3 January 2021, 11:45 AM
প্রদীপ ভট্টাচার্য ও তাপস রায় দু'জনই এলেন উডল্যান্ডসে চিকিত্সাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে।
3 January 2021, 11:00 AM
অশোক ভট্টাচার্য আরও বলেন, "আমি প্রথম থেকেই ওকে বলেছি, আমি চাই না যে তুমি রাজনীতির সঙ্গে যুক্ত হও। রাজনীতি তোমাকে কিছু দিতে পারবে না। পরশুদিন রাতেও যখন সৌরভের সঙ্গে কথা হয়েছিল, বলেছিলাম। আজও মনে করিয়ে দিলাম।"
3 January 2021, 10:45 AM
দেখা করে বেরিয়ে অশোক ভট্টাচার্য বলেন সৌরভের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, "সৌরভ আমায় বলল, আমারও স্টেন্ট বসানো হয়েছিল। আমরা সবাই চাই ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ড. দেবী শেঠির সঙ্গেও কথা হয়েছে। ওর উপর যেন অহেতুক মানসিক চাপ না দেওয়া হয়। যেভাবেই হোক, সেটা যেন না হয়, দেখতে হবে।"
3 January 2021, 10:45 AM
* সৌরভকে দেখতে এলেন শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য।
* ভাই সৌরভকে দেখতে উডল্যান্ডসে এলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
* হাসপাতালে সৌরভের কেবিনে আছেন স্ত্রী ডোনা। কথা বলছেন দুজনে।
3 January 2021, 10:45 AM
* ইসিজি হয়েছে। রিপোর্ট নর্মাল বলে জানালেন চিকিত্সকরা।
* বাড়ির চিনি ছাড়া দুধ চা খেয়েছেন সৌরভ।
* ছানা, টোস্ট, কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করেন সৌরভ।
* রাতে ভালো ঘুম হয়েছে।