নিজস্ব প্রতিবেদন: নতুন সাজে সাজতে চলেছে ক্রিকেটের নন্দনকানন- ইডেন গার্ডেন্স। সেই সাজে রয়েছে চমক। এবার ইডেনে বসতে চলেছে ঘরের ছেলে সৌরভ গাঙ্গুলির মূর্তি! সৌরভের সঙ্গে পঙ্কজ রায়, জগমোহন ডালমিয়া আর ঝুলন গোস্বামীর মূর্তিও বসছে সিএবি-তে। এমন উদ্যোগে সাড়া দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, সৌরভ নিজেই নাকি ঝুলন গোস্বামীর মূর্তি বসানোর প্রস্তাব দিয়েছেন। বাংলা থেকে ভারতীয় ক্রিকেটকে আলোকিত করেছেন পঙ্কজ রায়, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীরা। ভারত তথা বিশ্ব ক্রিকেটে প্রশাসক জগমোহন ডালমিয়ার অবদানও অনস্বীকার্য। তাই সবাইকে সম্মান জানিয়েই মূর্তি বসানোর পরিকল্পনা নিয়েছে সিএবি। এরই সঙ্গে প্রয়াত সিএবি সভাপতি বিশ্বনাথ দত্তের মূর্তিও ইডেনে বসাতে চাইছে বাংলার ক্রিকেট সংস্থা। যত দ্রুত সম্ভব, মূর্তি তৈরির কাজ সেরে ফেলতে চায় সিএবি।


এছাড়া ইডেনে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও করা হয়েছে। ইডেনের ইন্ডোরের সামনে তৈরি হবে সেই মিউজিয়াম। ঐতিহ্যবাহী বিভিন্ন স্মারক রাখা হবে সেই মিউজিয়ামে। গোলাপি বল, বাংলার ক্রিকেট দলের জার্সি এমন অনেক কিছুই রাখা থাকবে সেখানে।


আরও পড়ুন - পুনম-শিখার দাপটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের