Jasprit Bumrah: বিরাট ধাক্কা! চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন বুমরা, বিবৃতি দিল বিসিসিআই
বুমরার জন্য় চিন্তার ভাঁজ ভারতীয় দলের কপালে!
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের কপালে চিন্তার ভাঁজ! চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মঙ্গলবার বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে সেঞ্চুরিয়নে। দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন বুমরা চোট পেলেন। তাঁর তৃতীয় ওভারে বল করতে এসে পঞ্চম ডেলিভারিতেই বিপত্তি ঘটান। ফলো-থ্রুতে বুমরার ডান গোড়ালি ঘুরে যায়। যন্ত্রণায় কাতরে ওঠেন বুমরা। ব্যথায় সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি।
ভারতীয় দলের ফিজিও নীতীন প্যাটেল (Nitin Patel) মাঠে ছুটে আসেন বুমরার দেখভাল করতে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর বুমরা খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে শ্রেয়স আইয়ার ফিল্ডিং করছেন মাঠে।বুমরার গোড়ালিতে টেপ ও ব্যান্ডেজ জড়ানো রয়েছে। তবে বুমরার প্রসঙ্গে বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তাঁর ডান গোড়ালিতে টান ধরেছে এবং মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন ভারতীয় জোরে বোলার। বুমরা দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট খেলছেন। রামধনু দেশের ব্যাটারদের শুধু নাস্তানাবুদই করেননি তিনি। পেয়ে গিয়েছেন রক্তের স্বাদও। প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগারকেও আউট করেন তিনি।
এদিন ৩ উইকেটে ২৭২ রানে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই মাত্র ৩২৭ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। একটানা বৃষ্টির জন্য সেঞ্চুরিয়ান পার্কের দ্বিতীয় দিন খেলা হয়নি। তবে তৃতীয় দিন মাঠে নামতেই রুদ্রমূর্তি ধারণ করেন লুঙ্গি নিদি (Lungi Ngidi) । তাঁর জোরে বোলিংয়ের দাপটে মাত্র ৪৯ রানে ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া (Team India)। ৭১ রানে ৬ উইকেট নেন এই জোরে বোলার।