নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) পেয়ে গেল দুই ফাইনালিস্টকে। আগামী শনিবার সোনার পদকের জন্য লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও স্পেন। মঙ্গলবার স্পেন ১-০ গোলে জাপানকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে অলিম্পিক্সের ফাইনালে উঠেছে। তার আগে ব্রাজিল ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য অলিম্পিক্সের ফাইনালের টিকিট সংরক্ষণ করেছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Tokyo 2020: মেক্সিকোকে হারিয়ে অলিম্পিক্স ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল




এদিন ব্রাজিল-মেক্সিকো ও স্পেন-জাপান ম্যাচের পরিণতি প্রায় একই রকম হয়েছে। শুধু এক ধাপের এদিক আর ওদিক। ব্রাজিল ম্যাচের জয়ী নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়িয়েছিল খেলা। অন্যদিকে নির্ধারিত সময় পর্যন্ত খেলা গোল শূন্য থাকায় স্পেন-জাপান ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৫ মিনিটে রিয়াল মাদ্রিদের উইঙ্গার মার্কো আসেনসিও কাঙ্খিত গোলটি করে ফেলেন। তাঁর গোলেই 'লা রোজা' পৌঁছে যায় ফাইনালে। আগামী শুক্রবার ব্রোঞ্জ পদকের ম্যাচে জাপান খেলবে মেক্সিকোর বিরুদ্ধে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)