Tokyo 2020: মেক্সিকোকে হারিয়ে অলিম্পিক্স ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

ফের সোনার হাতছানি ব্রাজিলের সামনে

Updated By: Aug 3, 2021, 04:39 PM IST
Tokyo 2020: মেক্সিকোকে হারিয়ে অলিম্পিক্স ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

নিজস্ব প্রতিবেদন: কিছু দিন আগেই কোপা আমেরিকার (Copa America 2020) ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল ব্রাজিলকে! চলতি টোকিও অলিম্পিক্স জিতে সেই ক্ষতেই প্রলেপ দিতে চায় হলুদ জার্সিধারীরা। মঙ্গলবার ব্রাজিলের সামনে ফের একবার সুযোগ চলে এল ইতিহাসের পুনরাবৃত্তি করার।

এদিন ড্যানি আলভেসের ব্রাজিল ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয়বারের জন্য অলিম্পিক্স ফাইনালে চলে গেল। গতবারের চ্যাম্পিয়নরা এবার সোনার পদকের ম্যাচের জন্য খেলবে দ্বিতীয় সেমিফাইনালের (স্পেন বনাম জাপান) জয়ী দলের বিরুদ্ধে।

আরও পড়ুন: ISL: ইউরোপের একাধিক দেশের প্রস্তাব, ATK Mohun Bagan ছাড়তে পারেন Sandesh Jhingan!

এদিন নির্ধারিত সময় পর্যন্ত খেলা গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল করতে পারেনি কোনও টিম। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ব্রাজিল ৪-১ গুঁড়িয়ে দেয় ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের ফাইনালে ব্রাজিলকে হারিয়েই সোনা জিতেছিল মেক্সিকো। এদিন ব্রাজিলই সেই অতীতেরই মধুর প্রতিশোধ নিল। এখন দেখার ফাইনালে ব্রাজিল কার বিরুদ্ধে খেলে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.