নিজস্ব প্রতিবেদন: ইরানকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যাওয়ার পথ পরিস্কার করল স্পেন। বুধবার দিয়েগো কোস্তার গোলে ইরানকে হারিয়ে দেয় স্প্যানিশ আর্মাডা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দাড়ি রাখার কারণ জানালেন রোনাল্ডো


ইরানকে হারিয়ে নক আউটের পথে একধাপ এগোল স্পেন। প্রথম ম্যাচে পর্তুগালের কাছে আটকে যেতে হয়েছিল ২০১০ সালের চ্যাম্পিয়নদের।


তবে বুধবার রাতে দিয়েগো কোস্তার গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশ আর্মাডা। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ বল পজেসন রেখেও কিছুতেই ইরানের দুর্ভেদ্য ডিফেন্স ভাঙতে পারছিল না হিয়েরোর দল। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ তিকিতাকার ঝলকের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় এশিয়ার দলটিকে।


আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী বেকহ্যামের


উইং প্লে শুরু হতেই ভেঙে যায় ইরানের ডিফেন্স। গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন দিয়েগো কোস্তা। রোনাল্ডোর চার গোলের পাশাপাশি দু ম্যাচে ৩ গোল করা হয়ে গেল স্প্যানিশ স্ট্রাইকারের। তবে ইরানের একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ভিডিও রিপ্লের সাহায্য গোল বাতিল করেন রেফারি। বুধবার স্পেন আর পর্তুগাল জেতায় গ্রুপ বি-তে ২ দলই ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকল।


আরও পড়ুন- লাইভেই সাংবাদিকের বক্ষে হাত! জোর করে চুম্বন! তারপর...