প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, শোকের ছায়া ভারতীয় ক্রীড়াজগতে
কারোর কাছে তিনি অনুপ্রেরণা, কারও কাছে মহান নেতা।
নিজস্ব প্রতিবেদন: লড়াই শেষ। দিল্লির সেনা হাসপাতালে কয়েক দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষমেশ হার মানলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়া জগতে।
ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কে রাহানে থেকে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণরা টুইট করে শোক প্রকাশ করেন। কারোর কাছে তিনি অনুপ্রেরণা, কারও কাছে মহান নেতা।
শোকবার্তা জানান ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল থেকে বক্সার বিজেন্দ্র সিং।
গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু।
আরও পড়ুন - দাবা অলিম্পিয়াডে সোনা ভারতের, হাম্পি-আনন্দদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী