দাবা অলিম্পিয়াডে সোনা ভারতের, হাম্পি-আনন্দদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারত এই সিদ্ধান্তের বিরোধিতা করে আবেদন জানায়৷ এরপর ভারত ও রাশিয়াকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়৷

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 31, 2020, 06:30 PM IST
দাবা অলিম্পিয়াডে সোনা ভারতের, হাম্পি-আনন্দদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: প্রথমবার দাবা অলিম্পিয়াডে সোনা জয় ভারতের। করোনার কারণে প্রথমবার দাবা অলিম্পিয়াড অনলাইনে আয়োজন করা হয় ৷ সেখানেও বিপত্তি! তারপর বিতর্ক৷ এরপর রাশিয়ার সঙ্গে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয় কোনেরু হাম্পি, বিশ্বনাথন আনন্দদের। কঠিন পরিশ্রমের ফল এই সাফল্য। দাবাড়ুদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।

অনলাইন FIDE দাবা অলিম্পিয়াডের ফাইনালেদ্বিতীয় রাউন্ডে নিহাল সেরিন ও দিব্যা দেশমুখের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷এরপর রাশিয়াকে জয়ী ঘোষণা করা হয় ৷ ভারত এই সিদ্ধান্তের বিরোধিতা করে আবেদন জানায়৷ এরপর ভারত ও রাশিয়াকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়৷ সোনা জয়ের ভারতীয় দাবাড়ুদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের জন্য গর্বের মুহুর্ত - লিখে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।

 

বিদিত গুজরাটির নেতৃত্বে ভারতীয় দলে ছিলেন বিশ্বনাথান আনন্দ, কোনেরু হাম্পি, ডি দ্বারিকা, আর প্রজ্ঞানন্দ, পি হরিকৃষ্ণ, নিহাল সারিন ও দিব্যা দেশমুখ। এই প্রথম FIDE দাবা অলিম্পিয়াডের ফাইনালে পৌঁছায় ভারত ৷ এর আগে ২০১৪ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত।

 

আরও পড়ুন- 'দাদা' তাড়াতাড়ি আউট হয়ে গেলে দরজা বন্ধ করে কাঁদতেন নাইট ক্রিকেটার!

.