নিজস্ব প্রতিবেদন: রুশ দেশে ‘ব্রিটিশ বিপ্লব’। হ্যারি কেনের আলোয় ফের জ্বলে উঠল ‘থ্রি লায়নস’। আর এই লাল জার্সির ব্রিটিশ দলকে বাড়তি জ্বালানি জোগাল তারকা তন্বীরা। রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শুট আউটে কলম্বিয়াকে হারিয়ে ‘বিরল’ নজির গড়ল গ্যারেথ সাউথগেটের ইয়ং ইংল্যান্ড।  আর তারপরই মায়ানগরী মস্কোর স্পার্টাক স্টেডিয়াম সাক্ষী থাকল আরও এক ‘বিরল’ ঘটনার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাবার অপহরণের খবর পেয়েও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন ছেলে!


ট্রাইবেকারের বাধা পেরিয়ে ওষ্ঠবন্ধনীতে বাঁধা পড়লেন ব্রিটিশ ফুটবলাররা। সুপার মারিও-র গোলে ২০১৪ বিশ্বকাপ জেতার পর যে উচ্ছ্বাস জার্মানদের মধ্যে দেখা গিয়েছিল, ঠিক যেন সেই একই ছবির পুনঃসম্প্রচার দেখল রাশিয়া। ডেলে আলি, জেমি ভার্দি, জর্ডান পিকফোর্ড-সহ ব্রিটিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট, জয়ের পরই ‘ঠোঁটে ঠোঁট’ রেখে ব্যারিকেড গড়লেন ইংল্যান্ড তারকারা। সেই সব ছবিই এখন সংবাদমাধ্যমের লাইমলাইটে। দেখুন সেই সব ছবি-



 - ওষ্ঠবন্ধনীতে ব্রিটিশ তারকা ডেলে আলি এবং তাঁর বান্ধবী রুবি মে



- স্ত্রী রেবেকাকে চুম্বন তারকা ফুটবলার জেমি ভার্দির 



- কলম্বিয়া জয়ের পর দর্শক স্থানে গিয়ে স্ত্রী অ্যালিসনকে চুম্বন গ্যারেথ সাউথগেটের



- কলম্বিয়া ম্যাচের নায়ক ব্রিটিশ গোলরক্ষক পিকফোর্ডের জন্য আনন্দে উদ্বেলিত তাঁর বান্ধবী মেগান ডেভিসন