নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালের ডিসেম্বরে বাবাকে ও গতবছর জুনে মাকে হারান রশিদ খান (Rashid Khan)৷ কয়েক বছরের ব্যবধানে জীবনের সবচেয়ে প্রিয় দুই কাছের মানুষের প্রয়াণে ভেঙে গিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে আইপিএল (IPL 2021) খেলতে ভারতে রশিদ৷ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) টিমের গুরুত্বপূর্ণ সদস্য এই প্রথম মাকে ছাড়া রমজানের উপবাস করছেন৷ ইনস্টাগ্রামে আবেগি পোস্ট করে রশিদ জানালেন, মাকে ছাড়া ঠিক কতটা কষ্টে আছেন তিনি৷ রশিদের লেখা পড়লে চোখ ভিজে যাবে৷


ইসলাম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাস (Ramadan 2021)। গোটা বিশ্বের মুসলিমরা এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) টিমে রয়েছেন একাধিক মুসলিম ক্রিকেটার৷ রশিদ নিজে তো রয়েছেনই, তাছাড়াও আছেন তাঁর জাতীয় দলের সতীর্থ মুজিবুর রহমান (Mujeeb ur Rahaman) ও ভারতের খলিল আহমেদ (Khaleel Ahmed)৷ 



আরও পড়ুন: IPL 2021: রমজানের উপবাস করছেন Williamson-Warner! দেখে মুগ্ধ Rashid Khan


দলের সদস্যদের সঙ্গে উপবাস করলেও রশিদের মন কেমন করছে মায়ের জন্য৷ রশিদ লিখেছেন, "আমার এই প্রথম রমজান যেখানে মাকে ছাড়া উপবাস করলাম৷ মা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু তাঁকে ছাড়া কীভাবে বাঁচব, সেটা শিখিয়ে যায়নি৷ আমি এখনও মনে মনে মায়ের সঙ্গে কথা বলি৷ আমার মন তাঁকেই খোঁজে৷ কিন্তু আমার আত্মা জানে মা শান্তিতে আছে৷ পৃথিবীর সকল সম্পদের থেকেও মা আমার কাছে মূল্যবান ছিল৷ মা তোমাকে ভালবাসি, তোমাকে খুব মিস করি৷"