নিজস্ব প্রতিবেদন: অবিশ্বাস্য ব্যাটিং করছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সম্ভবত জীবনের সেরা ফর্মে আছেন ভারতীয় দলের ব্রাত্য উইকেটকিপার-ব্যাটার। রবিবার আইপিএলের ৫৪ নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad)। ডাবল হেডারের প্রথম ম্যাচে আরসিবি ৬৭ রানে হারিয়েছে হায়দরাবাদকে। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium, Mumbai) দেখল দীনেশ ধামাকা! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরসিবি টস জিতে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। জবাবে হায়দরাবাদ ১২৫ রানে অলআউট হয়ে যায়। পাঁচে ব্যাট করতে নেমে মাত্র ৮ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেললেন দীনেশ। ৪টি ছয় ও একটি চার হাঁকান তিনি। 'ফিনিশার' কার্তিক এদিন ব্যাট করলেন ৩৭৫.০-র স্ট্রাইক রেটে। ন্যূনতম ৩০ রানের বিচারে আইপিএল খেলা ভারতীয়দের মধ্যে এটাই সর্বোচ্চ স্ট্রাইক রেটের নজির। এর আগে ২০১৪ সালে সুরেশ রায়না (Suresh Raina) পঞ্জাবের বিরুদ্ধে ৩৪৮.০-র স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। রায়নার আট বছরের পুরনো রেকর্ড ভাঙে কার্তিকের ব্যাটে। ২০১৪ সালেই ইউসুফ পাঠান (Yusuf Pathan) কেকেআরের জার্সিতে ৩২৭.৩-এর  স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন।



কেকেআরের (Kolkata Knight Riders (KKR) জার্সিতে অত্যন্ত সাদামাটা দু'টি মরশুম কাটিয়েছেন কার্তিক (Dinesh Karthik)। কিন্তু চলতি আইপিএলে ৫.৫ কোটি টাকায় তিনি আরসিবি-তে (Royal Challengers Bangalore (RCB) এসে আগুন ঝরাচ্ছেন। ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) টিমের হয়ে তিনি ফুল ফোটাচ্ছেন। হয়ে উঠছেন ফিনিশার। দারুণ ফর্মে ব্যাট করছেন ডিকে। চমকে দিচ্ছেন প্রতি ম্যাচে।


আরও পড়ুন:  Royal Challengers Bangalore ৬৭ রানে হারাল Sunrisers Hyderabad-কে


আরও পড়ুন:  Dhoni-Yuvraj: ধোনির জন্য অধিনায়ক হতে পারেননি তিনি! বিস্ফোরক যুবরাজ সিং


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)