নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত লকডাউন এর মাঝে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার পেসার সেহান মদুশঙ্কা। রবিবার পান্নালায় দু'গ্রামের বেশি হেরোইন সমেত হাতেনাতে ধরা পড়েন তিনি। আপাতত দু'সপ্তাহ জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল লঙ্কান পেসার সেহান মদুশঙ্কার। প্রথম ম্যাচেই চমক দিয়েছিলেন তিনি। অভিষেকেই হ্যাটট্রিক করেন এই পেসার। তারপর চোটের জন্য দীর্ঘদিন টিমের বাইরে। জাতীয় দলের হয়ে আর ওয়ান ডে ম্যাচে খেলেননি। মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।



সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, দু'গ্রাম হেরোইনসহ মদুশঙ্কাকে আটক করা হয়েছে। শ্রীলঙ্কায় এখন কারফিউ চলছে। এই পরিস্থিতিতে একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি, সেই সময় পুলিস গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে ড্রাগের কথা স্বীকার করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিস।


 


আরও পড়ুন -  প্রয়াত কিংবদন্তি বলবীর সিং সিনিয়রের নামে হবে মোহালির হকি স্টেডিয়াম