ওয়েব ডেস্ক: বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। শুরু হচ্ছে ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীর নতুন ইনিংসও। তার আগে ভারতীয় দলের অন্যতম স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, শাস্ত্রী আসায়, দলের ড্রেসিংরুম চাঙ্গা হবে। অনিল কুম্বলে পরবর্তীকালে রবি শাস্ত্রীর কোচ হয়ে আসা। সহকারি কোচ নিয়ে বিতর্ক। এইসব বিষয় নিয়ে অবশ্য কোনও কথা বলেননি অশ্বিন। কিন্তু এটা জানিয়েছেন যে, শাস্ত্রী ফেরায় দলের ড্রেসিংরুম চাঙ্গা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন ব্রেট লি-র দশ বছরের ছেলে কোন ক্রিকেটারের ভক্ত?


তিনি বলেছেন, 'ড্রেসিংরুমে রবিভাই দারুণ মানুষ। গতবার এই গল টেস্টেই ছিল রবি ভাই। টেস্টে আমরা হেরে গিয়েছিলাম। কিন্তু রবি ভাই আমাদের মধ্যে থেকে হতাশা সরিয়ে নতুন করে উত্সাহিত করেছিলো ঘুরে দাঁড়ানোর জন্য। বলাইবাহুল্য আমরাও সেটা পেরেছিলাম। ২০১৫-তে আমার পারফরম্যান্স ভাল ছিল। আশা করছি, এবারও তেমন ভাল পারফরম্যান্স বজায় রাখতে পারব।'


আরও পড়ুন  বিশ্বকাপ পাননি তো কী, বহুমূল্যের উপহার পেতে চলেছেন মিতালি রাজ