জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক খবর এল শ্রীলঙ্কা ( Sri Lanka) থেকে। নিজের বাড়িতেই গুলিতে নিহত প্রয়াত দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক ধামিকা নিরোশানা (Dhammika Niroshana)। গলের ছোট্ট শহর আমবালানগোদায় থাকতেন ৪১ বছরের ক্রিকেটার। স্থানীয় মিডিয়ার রিপোর্ট বলছে, নিরোশানা বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছিলেন। আচমকাই অজ্ঞাত পরিচয়ের এক ব্য়ক্তি এসে ক্রিকেটারের উপর গুলি চালান। শ্রীলঙ্কার পুলিস পুরো ঘটনা খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত তদন্তে কোনও নামই উঠে আসেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মা নেই জাদেজার, তবুও তাঁকে জড়িয়েই আবেগি ভুবনজয়ী ছেলে! চোখ ভিজল নেটপাড়ার...


ডান হাতি ফাস্ট বোলার নিরোশানা ব্য়াটিং অর্ডারের নীচের দিকে ভালো খেলতে পারতেন। নিরোশানা যখন খেলতেন, তখন তাঁকে আগামীর তারকা হিসেবেই দেখা হচ্ছিল। তবে দেশের জার্সিতে সিনিয়র দলের হয়ে তাঁর কখনও খেলা হয়নি। গল ক্রিকেট ক্লাবের হয়ে ১২টি প্রথম শ্রেণির ও ৮টি লিস্ট এ ম্য়াচ খেলেছেন তিনি ২০০১ থেকে ২০০৪ সালের মধ্য়ে। ১৯ উইকেটের পাশাপাশি ৩০০ রান রয়েছে তাঁর। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে নিরোশানা নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে ১০ ম্য়াচ খেলেছে শ্রীলঙ্কা। তিনি অনূর্ধ্ব-১৯ টেস্ট ও ওডিআই ক্রিকেট খেলেছেন দু'বছর। 


ফারভেজ মাহারুফ, অ্যাঞ্জেলো ম্য়াথিউজ, উপুল থরাঙ্গার মতো ক্রিকেটারদের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৪ সালের ডিসেম্বরে শেষবার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছেন নিরোশানা। অন্যদিকে শ্রীলঙ্কা তৈরি হচ্ছে ঘরের মাঠে ভারতকে আমন্ত্রণ জানানোর জন্য়। তিন ম্য়াচের টি-২০ ও তিন ম্য়াচের ওডিআই সিরিজ খেলবে দুই দেশ। রাহুল দ্রাবিড়ের পর এবার গৌতম গম্ভীরের ভারতের নতুন পথচলা শুরু হচ্ছে। ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়ার মধ্য়ে কোনও একজনকে।


আরও পড়ুন: কপিলের আর্জিতে সাড়া! ক্যানসার আক্রান্ত অংশুমান গায়কোয়াড়কে ১ কোটি টাকা দিল BCCI...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)