নিজস্ব প্রতিবেদন:  বর্তমান ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ক্রিকেট প্রেমীরা। আইসিসি ক্রিকেট ক্রম তালিকায় এই দুই তারকার মধ্যেই অদল বদল হতে থাকে এক নম্বর জায়গা। দুই তারকার মধ্যে সেরা কে তা নিয়ে দু ভাগ হয়ে যেতে পারে ক্রিকেট বিশ্ব, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন খোদ স্টিভ স্মিথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিরাট প্রসঙ্গে স্মিথ বলেন, "বিরাটকে আমার ভালো লাগে।ওর রেকর্ডের দিকে তাকান অনবদ্য, অতুলনীয়। ভারতীয় ক্রিকেটের জন্য ও (বিরাট কোহলি) নিজের সেরাটা দেয় সবসময়। একই সঙ্গে নিজের উন্নতির দিকেও নজর রাখে ও। অসম্ভব ফিট ক্রিকেটার।"



কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ স্মিথ আরও বলেন," ওর (বিরাট কোহলির) যেটা সবচেয়ে ভাল লাগে সেটা হল সাদা বলে ওর রান চেজ করা। যে কারণে ওয়ান ডে ক্রিকেটে বিরাটের রেকর্ড অসাধারণ।"



আরও পড়ুন - আইপিএল নিয়ে বিরাট বার্তা দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি