আইপিএল নিয়ে বিরাট বার্তা দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি
পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ভারতে হবে আইপিএল।
নিজস্ব প্রতিবেদন: আদৌ কি এবার আইপিএল হবে? ক্রোড়পতি লিগ নিয়ে কোটি টাকার এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে অনেকেই। এই প্রশ্নের কোনও নিশ্চয়তা দিতে পারছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।
আইপিএল হবে এটা যেমন জোর দিয়ে বলতে পারছেন না সৌরভ, তেমনই তিনি বলছেনও না, যে আইপিএল হবে না। অর্থাত্ পরিস্থিতি যেমন ছিল সেই একই জায়গাতেই দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সোমবার সৌরভ জানান, "সামনে কী দিন আসছে আমরা কেউই জানি না। তাই আগে থেকে অনুমান করা বেশ কঠিন। আমরা সব রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমরা এখনও নিশ্চিত নই যে আবার কবে ক্রিকেট শুরু হবে।"
পাশাপাশি সৌরভ বলেন,"আইপিএল হলেও আমরা জানি না কবে হবে, কোথায় হবে? পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ভারতে হবে আইপিএল। এখনও বলার মতো জায়গাতে নেই। খুব তাড়াতাড়ি বলা হয়ে যাবে। সব দিক বিবেচনা করে আমরা সরকারিভাবে আইপিএলের দিনক্ষণ ঠিক করব।"
মানুষের জীবন আগে, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে সকলকে মনে করিয়ে দেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন - শুধু ফুটবল নয়, ক্রিকেটেও আছে বর্ণবিদ্বেষ; দাবি ইউনিভার্স বসের