উড়ন্ত বাজপাখি! ৫১ বছরেও উড়ছেন জন্টি রোডস, দেখুন ভিডিয়ো
আইপিএল-এ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। এখন কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্বে রয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: তাঁকে আধুনিক ক্রিকেটে ফিল্ডিংয়ের জনক বলা হয়। বাইশ গজ থেকে বিদায় নিয়েছেন কয়েক বছর আগেই। কিন্তু সেই রান আউট কিংবা শূন্যে ঝাঁপিয়ে ক্যাচ ধরা- এখনও সেই একই ক্ষিপ্রতায় করে চলেছেন প্রোটিয়া কিংবদন্তি জন্টি রোডস। বয়স ৫১ তাতে কি! বয়স একটা সংখ্যা মাত্র বলবেন তিনি।
আমিরশাহিতে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি। সেখানেই অনুশীলনের ফাঁকে উড়ন্ত পাখির মতো ক্যাচ ধরলেন জন্টি। ফিরে গেলেন তাঁর ক্রিকেটিয় কেরিয়ারের মধ্যগগণে। উড়ন্ত জন্টির সেই দুরন্ত ক্যাচের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে শরীর থেকে কয়েক হাত দূরে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে ক্যাচ ধরছেন। প্রথমটি নাগালে থাকলেও দ্বিতীয়টিতে আপনার চোখ কপালে উঠতে বাধ্য! এই ক্যাচ দেখে ১৯৯২ সালের বিশ্বকাপে জন্টির ফ্লাইং ক্যাচের কথা মনে পড়ে যাচ্ছে ভক্তদের।
আইপিএল-এ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। এখন কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্বে রয়েছেন তিনি। এদিকে সুইডেনের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও নিযুক্ত হয়েছেন জন্টি রোডস। আইপিএল-এর পর সেই দায়িত্ব পালন করবেন তিনি।
আরও পড়ুন - IPL 2020: পাকিস্তান বাদে ১২০ দেশে সরাসরি দেখা যাবে IPL