IPL 2020: পাকিস্তান বাদে ১২০ দেশে সরাসরি দেখা যাবে IPL

সব দেশে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা হবে বলে জানা গিয়েছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 15, 2020, 07:01 PM IST
IPL 2020: পাকিস্তান বাদে ১২০ দেশে সরাসরি দেখা যাবে IPL
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  দরজায় কড়া নাড়ছে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহিতে হইহই করে শুরু হয়ে যাবে ক্রোড়পতি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে এবারের আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহিকে আইপিএল-এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই।

আমিরশাহির তিন শহর- দুবাই, আবু ধাবি এবং শারজাতে এবছর আইপিএল-এর ম্যাচ গুলি হবে। কিন্তু আরব আমিরশাহিতেও দর্শক প্রবেশ করতে পারবে না মাঠে। তাই টিভির পর্দায় চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের ১২০ টি দেশে সরাসরি দেখা যাবে আইপিএল। শুধু সরাসরি আইপিএল দেখতে পাবেন না পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর সম্প্রচার মাধ্যম স্টার স্পোর্টস বিশ্বের ১২০ টি দেশের সঙ্গে লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করলেও পাকিস্তানের কোনও সম্প্রচার মাধ্যমের সঙ্গে চুক্তি করেনি বলে জানা গিয়েছে। ফলে পাকিস্তানে এবছরও সরাসরি আইপিএল দেখা যাবে না।
 

আইপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে। স্টার স্পোর্টসও বিশ্বের প্রতিটি প্রান্তে ক্রোড়পতি লিগের রোমাঞ্চ পৌঁছে দিতে চাইছে। কারণ গত ছয় মাসে করোনাভাইরাস এর কারণে ক্রিকেট বন্ধ ছিল। ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে স্টার। আইপিএল-এর মাধ্যমে সেই ক্ষতি কিছুটা দ্রুত পুষিয়ে নিতে চাইছে আইপিএল এর মাধ্যমে।

সব দেশে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে আইপিএল দেখানো হবে। ভারতে আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টস- চ্যানেলে। স্টার স্পোর্টসে সাতটি আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে আইপিএল-এর।

 

আরও পড়ুন - IPL 2020: এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন সচিন পুত্র অর্জুন? সোশ্যাল মিডিয়ায় শোরগোল

.