গোল করে মারাদোনাকে শ্রদ্ধার্ঘ মেসির, জরিমানা বার্সেলোনার
এদিকে জার্সি খুলে নিয়ম ভঙ্গ করেছেন মেসি। আর তার জন্য তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।
নিজস্ব প্রতিবেদন: রবিবার ন্যু ক্যাম্পে মারাদোনাকে গোল উৎসর্গ করলেন লিওনেল মেসি। লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ৭৩ মিনিটে একের পর এক ডিফেন্ডারদের কাটিয়ে অনবদ্য গোল করেন মেসি। গোল করার পরেই তিনি বার্সার জার্সি খুলে ফেলেন। ভিতরে ছিল নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি। এরপর আকাশের দিকে তাকিয়ে চুম্বন ছুঁড়ে দিতে দেখা যায়।
১৯৯৩ সালে কেরিয়ারের সায়াহ্নে নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। যদিও কোনও গোল তিনি করতে পারেননি তিনি। পরের বছর এই ক্লাবেই সই করেন মেসি। তাঁকেও দেওয়া হয়েছিল মারাদোনার ছেড়ে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সি।
প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে স্বকীয় ভঙ্গিতে যেভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন লিওনেল মেসি তাতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ভালবাসা কুড়িয়ে নিয়েছেন। এদিকে জার্সি খুলে নিয়ম ভঙ্গ করেছেন মেসি। আর তার জন্য তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।
স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, তিন হাজার ইউরো জরিমানা দিতে হবে বার্সেলোনাকে। RFEF-এর ডিসিপ্লিনারি কোডের ৯১ নম্বর ধারা অনুযায়ী এই জরিমানা বার্সেলোনাকে দিতে হবে।
আরও পড়ুন- স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন! ওয়ার্নারের চোট প্রসঙ্গে রাহুলের মন্তব্যে বিতর্কের ঝড়