ওয়েব ডেস্ক: লিওনেল মেসিতে মুগ্ধ লুই সুয়ারেজ। সেটাই স্বাভাবিক। গোটা দুনিয়া খন তাঁর ফুটবল জাদুতে মুগ্ধ, সেখানে সুয়ারেজ তো তাঁর সতীর্থ। আর মেসি ভালো ভালো পাস বাড়ালে, তবে না, সুয়ারেজ আরও বেশি গোল করতে পারেবন। যেমনটা তিনি করেও যাচ্ছেন। মরসুমের শুরুতেই দুরন্ত ফর্মের ঝলক দেখিয়েছেন মেসি। শনিবার ম্যাচে মেসির ফর্মের ঝলকানিতে ঝলসে যায় রিয়াল বেটিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক


বার্সা সুপারস্টারকে পাশবিক বলে বর্ণনা করেছেন সুয়ারেজ। জোড়া গোল করেন মেসি। পাশাপাশি সুয়ারেজের একটি গোলের পিছনেও ছিল মেসির ভূমিকা। এবারও লা লিগা জয়ের ব্যাপারে বার্সেলোনাই ফেভারিটই বলে দাবি সুয়ারেজের।


আরও পড়ুন  দুর্দান্ত রেকর্ড করলেন অসি পেসার মিচেল স্টার্ক