Sunil Chhetri | India vs Kuwait: `কিছুতেই কোচিং করাব না`, সুনীলই কি পরবর্তী সভাপতি? কলকাতায় কোচের বয়ানে ঝড়
Sunil Chhetri Will Become AIFF President? ফুটবল ছাড়ার পর সুনীল কি প্রশাসনে আসবেন? কলকাতায় বসে ইগর স্টিমাচ বড় কথা বলে দিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারতীয় ফুটবলে 'এন্ড অফ অ্য়ান এরা'। বর্তমান থেকে প্রাক্তন হয়ে যাবেন কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে টানবেন ইতি। আগামী বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গেন নৈশালোকে, ইগর স্টিমাচের (Igor Stimac) শিষ্য়রা বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কুয়েতের (India vs Kuwait) বিরুদ্ধে। জিততে পারলেই ভারতের বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠে যাওয়া প্রায় নিশ্চিত। এই হাইভোল্টেজ ম্য়াচ খেলেই সুনীল দেশের জার্সি তুলে রাখবেন।
বুধবার অর্থাৎ আজ দুপুরে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠক হয়ে গেল যুবভারতীর প্রেস কনফারেন্স রুমে। সাংবাদিকদের ভিড়ে থিকথিক করছিল ঘর। 'ক্য়াপ্টান ফ্য়ান্টাস্টিক'-এর শেষ আন্তর্জাতিক ম্য়াচ বলে কথা। ভিন রাজ্য়ের বহু সাংবাদিকও এসেছেন এই ম্য়াচ কভার করতে। সুনীলকে এদিন একাধিক প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। বারবার হাসির রোল উঠেছিল। তেমনই এক সাংবাদিক সুনীলের থেকে জানতে চেয়েছিলেন, আচ্ছা আপনাকে কি ফুটবল ছাড়ার পর কোচ হিসেবে দেখা যাবে?' যা শুনে সুনীল হাসি মুখে জানান যে, তাঁকে কখনই কোচের ভূমিকায় পাওয়া যাবে না।
সুনীল বলেন, 'আমি কিছুতেই কোচ হব না। কোচ হওয়া মোটেই সহজ কথা নয়। বিগত ১৯ বছর অ্য়ালার্ম ক্লকের আওয়াজেই ঘুম ভেঙেছে। প্রতিদিন ভোর সাড়ে ছ'টায় উঠেছি। কোচিংয়ে আমাকে দেখবেনই না।' এরপর সুনীল স্টিমাচের দিকে তাকিয়ে বলেন, 'আজ থেকে পাঁচ বছর আগে, আমি এই লোকটাকে ভারতের কোচ হতে দেখেছিলাম। তরুণ, সুদর্শন একজন কোচ। এখন ওঁর অবস্থা দেখুন।'
এই শুনে শুধু সুনীলই নন, দেশের সকল সাংবাদিকরাই হাসিতে ফেটে পড়েন। তবে সুনীলের এই কথা শুনে স্টিমাচের সটান জবাব, 'আমি তোমাকে একদিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। দেখুন সুনীলকে চলে যেতে দেখে, কোচ হিসেবে আমার খুবই খারাপ লাগছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না যে, আমি আবার সুনীলকে ডাকব কিনা! দেখি আগামী মরসুমে ও বেঙ্গালুরু এফসি-র হয়ে কেমন খেলে। তারপর ভাবা যাবে।' সুনীল এদিন সাংবাদিক বৈঠক ছাড়ার পর করতালিতে ভেসে যান। এখনই বলে দেওয়া যায় যে, দেশের সর্বকালের অন্য়তম শ্রেষ্ঠ ফুটবলসেবককে আলবিদা জানাতে যুবভারতীর একটি আসনও ফাঁকা থাকবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)