জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর কাছে রোহিত শর্মা (Rohit Sharma) খুবই পাত্রের। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) এহেন অধিনায়কের উপর বেজায় চটলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। আসলে শ্যালকের বিয়েতে অংশ নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলেননি 'হিট ম্যান'। ফলে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে পরের দুটি ম্যাচে দলের রোহিত ফিরলেও, অজিদের কাছে মুখ থুবড়ে পড়েছিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। লজ্জাজনক ভাবে সিরিজ হারের পর, রোহিতের মানসিকতাকে নিজেকে আর আটকে রাখতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাভাসকর বলেন, "ভারত যখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন পারিবারিক কারণ দেখিয়ে এভাবে বিরতি নেওয়া যায় না। এটাই সোজা কথা। খুব জরুরি কিছু না থাকলে প্রস্তুতি ছাড়া অন্য দিকে মন দেওয়াই উচিত নয়। বিশেষ করে অধিনায়কের তো প্রত্যেকটি ম্যাচেই খেলা উচিত। আমি তো চাই বিশ্বকাপের আগে রোহিত সবকটা ম্যাচ খেলুক।" 


আরও পড়ুন: KKR, IPL 2023: আরও বিপাকে কেকেআর! শ্রেয়সের পর এবার চোটের কবলে আরও তারকা পেসার, কে তিনি?


আরও পড়ুন: Wriddhiman Saha, IPL 2023: ম্যাথু ওয়েড, কোনা ভরতকে টপকে ঋদ্ধি কি সুযোগ পাবেন? বড় বয়ান দিল গুজরাত টিম ম্যানেজমেন্ট


সানি আরও যোগ করেন, "নেতা হিসাবে একজন খেলোয়াড়ের ধারাবাহিকতা থাকা দরকার। প্রত্যেক ম্যাচে আলাদা অধিনায়ক থাকলে দলে সমস্যা হয়। আমি বুঝতে পারছি পারিবারিক অনুষ্ঠান ছিল। কিন্তু এই সমস্ত বিষয় সেরে নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা উচিত ছিল।" 


বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিতে গেলে পারিবারিক বিষয়কে গুরুত্ব দেওয়া চলে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর রোহিতকে বিঁধে এই মন্তব্য করলেন সুনীল গাভাসকর। সদ্যসমাপ্ত সিরিজের প্রথম ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারেননি রোহিত। সেই বিষয়টি একেবারেই ভাল ভাবে নেননি লিটল মাস্টার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)