COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ব্যুরো: দুই বোর্ডের শীর্ষকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ডিআরএস বির্তক মেটাতে  রাঁচিতে আলোচনায় বসেছিলেন কোহলি-স্মিথ। দাবি করা হয়েছিল আলোচনা ফলপ্রূস হয়েছে। কিন্তু বাস্তব চিত্র কি সে কথা বলছে?  বৃহস্পতিবার রাঁচিতে ভারত-অষ্ট্রেলিয়ার তৃতীয় টেষ্ট শুরু হওয়ার আগে দুই অধিনায়কের বাগযুদ্ধ সে কথা বলছে না। ('কুলীন' ক্রিকেটের জন্মদিন


এই বাগযুদ্ধের ইতি টেনে কোহলি কিন্তু অসি বধের জন্য পাখির চোখ করেছেন রাঁচির ২২ গজকে । কারণ তিনি জানেন রাঁচি ম্যাচ জিকে নিতে পারলে সিরিজ হারবে  না ভারত। বরং এগিয়ে থেকে চাপ তৈরি করতে পারবে স্নিথদের উপর। আপাতত উইনিং কম্বিনেশন না ভাঙার পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। চার স্পেশালিস্ট বোলারের পাশাপাশি একজন অলরাউন্ডার দলে থাকবেন। তবে চুড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেওয়া হবে। যদিও রাঁচির ২২ গজ স্পোটিং উইকেট বলে দাবি করা হচ্ছে। অন্য দিকে নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ভারত অধিনায়ক। রসিকতার সুরে কোহলি দাবি করেন বিতর্ক আর কোহলি একে অন্যের পরিপূরক।