জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার আট থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। আর সুপার আটে ভারতের বিরুদ্ধে ম্যাচ ছিল নাজমুল হোসেইন শান্তদের। আর এই ম্য়াচের আগেই দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ এমন এক কাজ করেছেন, যা নিয়ে বিশ্বকাপের পর ফের চর্চা শুরু হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী করেছেন তাসকিন? বাংলাদেশের এক কর্তা জানিয়েছেন যে, ম্য়াচের আগে তাসকিন নাকি কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলেন। এমনকী এমনই ঘুমিয়েছিলেন যে, দলের কর্তাদেরও ফোন ধরতে পারেননি। টিমবাসেও ওঠা হয়নি তাঁর! যদিও এই নিয়ে পরে তিনি সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নেন বলেও খবর। ঘুম-কাণ্ড নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে পদ্মাপারে। এই বিষয়ে বেজায় খেপেছেন ঢাকার বাঁ-হাতি পেসার। এবার তাসকিন মুখ খুললেন। তিনি ফেসবুকে লম্বা বিবৃতি দিলেন এই প্রসঙ্গে।


আরও পড়ুন: 'ইট'স কামিং হোম', সকালে মোদী সাক্ষাৎ, বিকালে রোডশো



তাই, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে, আমি আইনি ভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।' 


আরও পড়ুন: রোহিতের এক ফোনেই ফের দ্রাবিড় কোচ! বিশ্বকাপের পরেই এল বিরাট খবর


(তাসকিন ফেসবুকে যা লিখেছেন তা হুবহু তুলে দেওয়া হয়েছে এই প্রতিবেদনে)


 


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)