নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতেই এবার ইংল্যান্ড সিরিজের পরিকল্পনা শুরু করে দিল Team India। ৫ ফেব্রুয়ারি দেশের মাটিতে সিরিজ শুরু। তার ৭ দিন আগেই আবার কোয়ারেন্টিনে ঢুকে পড়বেন কোহলিরা। কোয়ারেন্টিনে থাকার সময়েই ব্রিটিশ বধের ছক কষে ফেলবেন কোহলি-শাস্ত্রীরা। জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিম ইন্ডিয়ার বোলিং কোচ Bharat Arun জানান, " আমরা অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্স করেছি। সাফল্যের প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করেছি। কিন্তু এবার সব ভুলে যেতে হবে। এবার আমাদের ইংল্যান্ড সিরিজ নিয়ে ভাবনা-চিন্তা করতে হবে। আমাদের এটা নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। আমাদের হাতে সময়ও রয়েছে। সিরিজ শুরুর আগে আমাদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। আর সেই সময়ই আমরা সব পরিকল্পনা করে ফেলব।"


England-এর বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে Team India। ৫-৯ ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট চেন্নাইয়েই হবে ১৩-১৭ ফেব্রুয়ারি। এরপর সিরিজের বাকি দুটি টেস্ট হবে আহমেদাবাদে। ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট এবং ৪-৮ মার্চ চতুর্থ টেস্ট।  তারপর আহমেদাবাদেই হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পুণেতে হবে তিন ম্যাচের একদিনের সিরিজ।



আরও পড়ুন- অ্যাডিলেডে ৩৬ অলআউটের রাতেই শ্রীধরকে মেসেজ Kohli'র, তৈরি হয় 'mission Melbourne'-এর ব্লু-প্রিন্ট



এদিন ভরত অরুণ আরও বলেন, "আমরা সকলেই জানি ইংল্যান্ড বেশ শক্ত প্রতিপক্ষ। ওদেরকে হারাতে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই বিরাট চ্যালেঞ্জের। এটা বলছি না, অস্ট্রেলিয়ার থেকে ইংল্যান্ডের ব্যাটিং ভাল। আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের দেশে হারিয়ে এসেছি। ৩৬ রান ভুলতে আমাদের দুদিন সময় লেগেছিল। অস্ট্রেলিয়া ভুলে এবার ইংল্যান্ডের দিকে তাকাতে হবে।"


আরও পড়ুন-  সুন্দর, সিরাজদের পাশে অজি তরুণরা প্রাইমারি স্কুলের ছাত্র : গ্রেগ চ্যাপেল