ওয়েব ডেস্ক: মাত্র দিন কয়েক আগেই প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্স প্রশ্ন তুলেছিলেন, টেস্টে ভারতের এক নম্বর দল হওয়া নিয়ে। জোন্সের বক্তব্য ছিল, পাকিস্তানের সঙ্গে তো টেস্টই খেলে না ভারত। তাহলে আর কীভাবে এক নম্বর দল হল বিরাটের টিম ইন্ডিয়া? এবার অনেকটা জোন্সের কথারই সুর আর এক প্রাক্তন অজি ক্রিকেটার, মাইকেল ক্লার্কের গলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন টি২০ ক্রিকেটে তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন অ্যাডাম লিথ


অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, 'এই ভারতীয় দল, বিরাট কোহলির নেতৃত্বে বেশ ভাল খেলছে। সামনেই ওরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ওই সিরিজটা দুই দেশের পক্ষেই খুব কঠিন হতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ানরা চাইবে, তাঁদের দেশই বিশ্বের এক নম্বর হোক। আবার বিরাটের ভারতীয় দলও নিশ্চয়ই সহজে ছেড়ে দেবে না। এই ভারতীয় দল যদি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে, তাদের দেশে গিয়ে হারাতে পারে, তাহলে ভারতকে বিশ্বের এক নম্বর দল হিসেবে মানতে কোনও বাধা নেই।'


আরও পড়ুন  সেহবাগ, গম্ভীর, রিচার্ডসের রেকর্ড ছুঁয়ে ফেললেন জো রুট