`রেকর্ড ভাঙলে শ্যাম্পেন ভাগাভাগি করে নেব` বিরাটকে প্রতিশ্রুতি সচিনের
বীরু মনে করেন, বিরাট সচিনের সর্বকালের রেকর্ড তো ভাঙবেনই, এমনকী ছাপিয়েও যাবেন। সেওয়াগের ভবিষ্যতবাণী, অন্তত ৬২টি শতরান করবেন কোহলি।
নিজস্ব প্রতিবেদন: বিরাটকে সচিনের প্রতিশ্রুতি, "আমার রেকর্ড ভাঙতে পারলে, এক বোতল শ্যাম্পেন ভাগাভাগি করে নেব।" শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে মাস্টার ব্লাস্টার বলেন, তিনি শ্যাম্পেনের বোতল হাতে শুধু দাঁড়িয়েই থাকবেন না, নিজে গিয়ে বিরাটের সঙ্গে শ্যাম্পেন ভাগাভাগি করে নেবেন।
আরও পড়ুন- সচিনের দুনিয়ায় বাস করেন সেওয়াগ!
এখন প্রশ্ন বিরাট কি ৫০ ওভারের ক্রিকেটে সচিনের শতরানের রেকর্ড ভাঙতে পারবেন?
একদিনের ক্রিকেটে তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৪৯টা শতরানের রেকর্ড। বিরাট রয়েছেন দ্বিতীয় স্থানেই (৩৫)। সচিনের সর্বকালের রেকর্ড ভাঙা নিয়ে বিরাট নিজে কিছু না বললেও ভারত অধিনায়কের হয়ে ব্যাট করেছেন বীরেন্দ্র সেওয়াগ। বীরু মনে করেন, বিরাট সচিনের সর্বকালের রেকর্ড তো ভাঙবেনই, এমনকী ছাপিয়েও যাবেন। সেওয়াগের ভবিষ্যতবাণী, অন্তত ৬২টি শতরান করবেন কোহলি। তবে, শুধু সেওয়াগই নয় স্বয়ং সচিন তেন্ডুলকার পর্যন্ত মনে করেন বিরাট তাঁর রেকর্ড ভাঙবেন। উল্লেখ্য, আম্বানিদের একটি অনুষ্ঠানে সচিন নিজে জানিয়েছিলেন বিরাট এবং রোহিতের মধ্যে তাঁর রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে।