নিজস্ব প্রতিনিধি : ২০১৭ সালের ১৭ আগস্ট। যেন এক জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল বার্সেলোনা। দিনের আলোয় লাস রাম্বলাসের রাস্তায় পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল এক জঙ্গি। ঘটনাস্থলেই মারা যান ১৩ জন। ১৩০ জন আহত হয়েছিলেন সেই ভয়ংকর হানায়। আহতদের একজন আবার ঘটনার দশদিন পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার স্বীকার করেছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ২০১৯ আইপিএল দেশের বাইরে! হাত বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা


সেই ঘটনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সেদিন নাকি জঙ্গিদের নিশানায় ছিল লিওনেল মেসিরাও। সেদিন ওই নিন্দনীয় হামলার সঙ্গে জড়িত সংগঠনের আরেকটি পরিকল্পনাও বাস্তবায়িত হয়েছিল। প্রথম ঘটনার ৯ ঘণ্টা পরে প্রায় একই রকম আরেকটি হামলা করেছিল ক্যামব্রিলসে। সে হামলায় এক পথচারী নিহত হন, হামলায় জড়িত পাঁচজন পুলিশের গুলিতে নিহত হন সেদিন। সে ঘটনার বছরপূর্তি এগিয়ে আসতে আসতেই আরও ভয়ংকর সব তথ্য বেড়িয়ে আসছে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এ ঘটনার পর ন্যু ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল জঙ্গি সংগঠনটি! ২০ আগস্ট বার্সেলোনা-বেটিস ম্যাচে স্টেডিয়ামে হামলার পরিকল্পনাও ছিল তাদের।


আরও পড়ুন-  মরশুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ২ সেপ্টেম্বর


স্প্যানিশ পত্রিকা এল পেরিওদিকো দাবি করেছে, লাস রাম্বলাস ও ক্যামব্লিলসে হামলার পর ২০ তারিখ আরও বেশ কিছু জায়গায় হামলার ছক কষেছিল জঙ্গি সংঘটনটি। গোয়েন্দারা দাবি করেছে, হামলার তদন্তের সময় নিয়ে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। যাতে পরিষ্কার ইঙ্গিত ছিল ক্যাম্প ন্যু ছিল তাদের পরবর্তী লক্ষ্য। সেই হামলায় জড়িত মোহাম্মদ হিশামির মোবাইলে বার্সেলোনার বিখ্যাত স্টেডিয়ামের ছবি পাওয়া গিয়েছিল। তদন্তের সঙ্গে জড়িত এক সূত্র জানিয়েছে, প্যারিসে সেন্ট ডেনিস স্টেডিয়ামে ফ্রান্সের খেলার সময় যেভাবে হামলা হয়েছিল, ঠিক একই পদ্ধতিতে হামলা করতে চেয়েছিল জঙ্গিরা।


আরও পড়ুন-  এবার সাইকেল নিয়ে স্টান্ট দেখালেন 'বাইকার' ধোনি


এ ছাড়া বার্সেলোনার এক দোকানেও হামলাকারীর দলের অন্তত দুই সদস্যকে (ক্যামব্রিলসে নিহত) কেনাকাটা করতে দেখা গিয়েছিল। দোকান থেকে সমর্থকদের মতোই বিভিন্ন পণ্য কিনছিলেন তারা। ম্যাচের দিন সমর্থক সেজে হামলার পরিকল্পনা থেকেই তারা গিয়েছিলেন বলে ধারণা তদন্তকারীদের।