Virat Kohli র পরামর্শেই আজ এক নম্বরে তিনি! কুর্নিশ করলেন Babar Azam
`রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান`। বাইশ গজের কিং বিরাট কোহলির (Virat Kohli) জন্য কথাটা প্রযোজ্য।
নিজস্ব প্রতিবেদন: "রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান"। বাইশ গজের কিং বিরাট কোহলির (Virat Kohli) জন্য কথাটা প্রযোজ্য। কখনও তিনি বিপক্ষের ক্রিকেটারকে নিজের খেলার ব্যাট দিয়ে দেন তো, কখনও কেউ টিপস চাইতে আসলে মদ্যাটা বুঝিয়ে দেন। বুধবার কোহলিকে টপকেই বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হয়েছেন বাবর। ৫০ ওভারের ফর্ম্যাটে কোহলির ১৩৫৮ দিনের রাজত্ব শেষ হয়েছে নতুন রাজা বাবরের ব্যাটেই। বাবর এক নম্বরে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ট্য়ুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বাবর তাঁর ছোটবেলার বন্ধু ইমাম-উল-হককে বলছেন যে, বিরাটের পরামর্শেই আজ তিনি এই জায়গায়।
আরও পড়ুন: ICC ODI Rankings: বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান Babar Azam, সিংহাসন হারালেন Virat Kohli!
বাবর বলছেন, "আগে নেট সেশনকে আমি খুব একটা গুরুত্ব দিতাম না। আমার দৃষ্টিভঙ্গি ছিল ক্যাজুয়াল। কিন্তু এখন আমি সেটা কাটিয়ে উঠেছি। এখন আমি বুঝতে পেরেছি, যদি নেট সেশন সিরিয়াসলি না নিই, তাহলে কেমন করে আমি ম্যাচে পারফর্ম করব? এই নিয়ে আমি একবার বিরাটের সঙ্গে কথা বলি। ও আমাকে বলেছিল ম্যাচের মতোই নেট সেশনকেও গুরুত্ব দিতে। ও বলেছিল, আমি যদি নেটে বেপরোয়া শট খেলি, তাহলে ম্য়াচেও তাই করব। ওর পরামর্শে আমি উপকৃত হই। এখন আমি নেটে ব্যাট করে তৃপ্ত হই না। আমার নেট সেশন যদি ভাল না যায়, তাহলে আমি গোটা দিন বিব্রত থাকি এই নিয়ে।"