নিজস্ব প্রতিবেদন: অজিঙ্ক রাহানের ডেপুটি হয়ে সিডনিতে ফিরছেন 'ফিট' রোহিত শর্মা (Rohit Sharma)। কোথায় ব্যাটিং করবেন হিটম্যান? ওপেনিং না পাঁচ নম্বরে? এই নিয়ে জোর আলোচনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সিডনিতে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে বুধবার মেলবোর্নে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বছরের শেষ দিন থেকেই অনুশীলনে নেমে পড়েন হিটম্যান। নতুন বছরের প্রথম দিনেই নেট সেশনে নেমে পড়েন রোহিত (Rohit Sharma)। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে কত নম্বরে ব্যাটিং করবেন রোহিত শর্মা? টেস্টে বিভিন্ন পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।  


আরও পড়ুন- EPL 2020-21: জয় দিয়ে বছর শুরু Manchester United-এর, Liverpool-কে ধরে ফেলল Solskjaer-এর দল


টেস্ট কেরিয়ারের শুরুর দিকে মূলত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাটিং করেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০১৯ সালে রোহিতকে দিয়ে টেস্টে ওপেন করানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে নেমে তিন টেস্টে রোহিত করেছেন ৫২৯ রান। গড় ১৩২.২৫। রয়েছে তিনটে শতরানও। সিডনিতে রোহিত শর্মাকে (Rohit Sharma) দিয়ে ওপেন করানো হবে কি? আমিরশাহিতে IPL ফাইনালের পর দীর্ঘদিন ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে সিডনিতে পাঁচ নম্বরেও রোহিতকে নামানো হতে পারে। তাই জল্পনা চলছেই।  



আরও পড়ুন- কেন ১৯৮১ সালে মেলবোর্নে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, এতদিন পরে জানালেন  Gavaskar