EPL 2020-21: জয় দিয়ে বছর শুরু Manchester United-এর, Liverpool-কে ধরে ফেলল Solskjaer-এর দল

একই সঙ্গে লিগ শীর্ষে থাকা লিভারপুলকে (Liverpool) ছুঁয়ে ফেলল ম্যান ইউ। গোল পার্থক্যে আপাতত লিগে দু নম্বরে রেড ডেভিলসরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 2, 2021, 10:20 AM IST
EPL 2020-21: জয় দিয়ে বছর শুরু Manchester United-এর, Liverpool-কে ধরে ফেলল Solskjaer-এর দল
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন: দুরন্ত জয়ে বছর শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ২-১ গোলে হারাল ওলে গানার সোল্কসজায়ারের (Ole Gunnar Solskjaer) দল। একই সঙ্গে লিগ শীর্ষে থাকা লিভারপুলকে (Liverpool) ছুঁয়ে ফেলল ম্যান ইউ। গোল পার্থক্যে আপাতত লিগে দু নম্বরে রেড ডেভিলসরা।

 

ঘরের মাঠে শুরু থেকেই অ্যাস্টন ভিলার (Aston Villa) ওপর চাপ তৈরি করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু কাঙ্খিত গোল কিছুতেই আসছিল না। অবশেষে প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পেল ম্যান ইউ। ৪০ মিনিটে ওয়ান-বিসাকার ক্রসে হেডে গোল করেন অ্যান্থনি মার্শিয়াল (Anthony Martial)। বিরতিতে এক গোলে এগিয়ে যায় সোল্কসজায়ারের দল।

আরও পড়ুন - Rajinikanth রূপে নতুন বছরকে স্বাগত জানালেন David Warner

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতা ফেরায় অ্যাস্টন ভিলা (Aston Villa)। ৫৮ মিনিটে বেরট্র্যান্ড ট্রাওরের (Bertrand Traore) গোলে স্কোরলাইন ১-১। তবে তিন মিনিট পরেই ব্যাবধান বাড়িয়ে নেয় ম্যান ইউ। বক্সের মধ্যে পল পোগবাকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। স্পট কিক থেকে গোল করে যান ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্য়াচ জিতে নেয় তারা।

 

এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে (Liverpool) ধরে ফেলল তারা। সমসংখ্যক ম্যাচ খেলে লিভারপুলের (Liverpool) পয়েন্ট ৩৩ হলেও গোলপার্থক্যে আপাতত দু নম্বরে ম্যান ইউ (Manchester United)।  

 

আরও পড়ুন - Melbourne-এর রেস্তোরাঁয় Rohit-Rishabh'দের বিল মেটালেন  ভারতীয় ভক্ত

.