জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) প্রথম রাউন্ড শেষ হতেই আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজের (India Vs Bangladesh) প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অজিত আগরকর অ্যান্ড কোংয়ের বেছে নেওয়া (India Squad For Bangladesh Test Series) ১৬ জনের দল হয়েছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমন গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল (KL Rahul), সরফরাজ় খান (Sarfaraz Khan), উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant), উইকেটরক্ষক ধ্রুব জুরেল (Dhruv Jurel),রবিচন্দ্রন অশ্বি (R Ashwin),  রবীন্দ্র জাদেজা (R Jadeja), অক্ষর প্য়াটেল (Axar Patel),  কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজ (Mohd. Siraj), আকাশ দীপ (Akash Deep), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও যশ দয়ালকে (Yash Dayal) নিয়ে! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে এই ১৬! দলীপ মাতিয়ে সুযোগ পেলেন কারা?


ঘটনাচক্রে এই ১৬ জনের ভিতর এমন একজন রয়েছেন, যিনি টেস্ট দলে সুযোগ পেয়েও খেলবেন দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড! এখন প্রশ্ন কে সেই ক্রিকেটার? যিনি চলতি বছর ফেব্রুয়ারিতে, ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক করেছিলেন। রাজকোটে অনিল কুম্বলে তাঁর হাতে তুলে দিয়েছিলেন অভিষেককারী টেস্ট টুপি। ঘরোয়া ক্রিকেটের রানমেশিন ৬৬ বলে ৬২ রান করে নিজের জাত চেনান। কথা হচ্ছে সরফরাজ খানকে নিয়ে। বিসিসিআই দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাওয়ায় একাধিক ক্রিকেটার দলীপ খেলবেন না। ঋষভ পন্থ, কেএল রাহুল, শুভমন গিল-সহ বেশিরভাগ খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে টেস্ট সিরিজের জন্য়। আকাশ দীপ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেলেরা এখন চেন্নাইয়ের পথে। কারণ আগামীকাল অর্থাত্‍ ১২ সেপ্টেম্বর থেকে এখানেই গৌতম গম্ভীরের টিমের জাতীয় শিবির। টেস্টের আগে রোহিতরা সারবেন মহড়া। তবে সরফরাজ খানের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। সরফরাজকে দলীপ খেলানোর মানেই হচ্ছে কেএল রাহুলকে নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নেবে ভারত। কারণ মিডল অর্ডারে এই দুই ক্রিকেটারেরই ছিল সরাসরি প্রতিযোগিতা। সেটা আর রইল না। সরফরাজকে ঘরোয়া ক্রিকেটেই ব্য়স্ত রাখলেন আগরকররা। অন্য়দিকে দলীপের প্রথম রাউন্ডে রিঙ্কু সিংকে না দেখতে পেয়ে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে এবার রিঙ্কুকে নিয়েই হল দলীপের আপডেটেড টিম।


আপডেটেড ইন্ডিয়া-এ স্কোয়াড: ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রিয়ান পরাগ, তিলক বর্মা, শিবম দুবে, তনুশ কোতিয়ান, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, কুমার কুশাগরা, শাস্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষয় ওয়াদকার, এসকে রশিদ, শামস মুলানি, আকিব খান


আপডেটেড ইন্ডিয়া বি-স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), সরফরাজ খান, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীশান (উইকেটরক্ষক), সূয়শ প্রভুদেশাই, রিঙ্কু সিং, হিমাংশু মন্ত্রী (উইকেটরক্ষক)


আরও পড়ুন: 'আমি ৮০-র বেশি দেশে ঘুরেছি, অমিতাভ বচ্চনকে মহিমান্বিত করা বন্ধ করুন এবার'!


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)